ঢাকা: দক্ষিণ চীন সাগরে অবৈধভাবে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনা সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে পরে সীমানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে চীনা সেনাবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীনের প্যারাকেল দ্বীপপুঞ্জের আশপাশে ইউএসএস কার্টিস উইলবার যুদ্ধজাহাজকে টহল দিতে দেখা যায়। যে এলাকায় ওই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে সেটি চীনের সমুদ্রসীমার মধ্যে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ওই মার্কিন যুদ্ধজাহাজকে সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা চীনের সার্বভৌমত্ব, দক্ষিণ চীন সাগর এলাকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাল্টা বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক নৌচালনা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল; আর চীন সেনাবাহিনী সমুদ্রসীমার যে অংশটিকে নিজেদের বলে দাবি করছে, সেটি এখনও মীমাংসিত নয়। কারণ তাইওয়ান ও ভিয়েতনামও প্যারাকেল দ্বীপপুঞ্জ ও তার আশপাশের সমুদ্র এলাকাকে নিজেদের বলে দাবি করে।
চীনা সেনাবাহিনী মিথ্যাচার করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, কার্টিস উইলবার নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কোনো দেশের সীমানা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এশিয়া–ভূমধ্যসাগরে চীন-যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। চীন বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করতে চাইলেও যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার নামে সাগরের তীরবর্তী অন্য দেশগুলোর সমুদ্রসীমা দখল করার পাঁয়তারা করছে চীন।
ঢাকা: দক্ষিণ চীন সাগরে অবৈধভাবে মার্কিন যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ আনে চীনা সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটিকে পরে সীমানা থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। তবে চীনের দাবি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে চীনা সেনাবাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ চীনের প্যারাকেল দ্বীপপুঞ্জের আশপাশে ইউএসএস কার্টিস উইলবার যুদ্ধজাহাজকে টহল দিতে দেখা যায়। যে এলাকায় ওই যুদ্ধজাহাজটি টহল দিয়েছে সেটি চীনের সমুদ্রসীমার মধ্যে পড়ে।
বিবৃতিতে আরও বলা হয়, চীনা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দিয়ে তাড়া করে ওই মার্কিন যুদ্ধজাহাজকে সীমানার বাইরে পাঠাতে সক্ষম হয়েছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের তৎপরতা চীনের সার্বভৌমত্ব, দক্ষিণ চীন সাগর এলাকার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে পাল্টা বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক নৌচালনা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল; আর চীন সেনাবাহিনী সমুদ্রসীমার যে অংশটিকে নিজেদের বলে দাবি করছে, সেটি এখনও মীমাংসিত নয়। কারণ তাইওয়ান ও ভিয়েতনামও প্যারাকেল দ্বীপপুঞ্জ ও তার আশপাশের সমুদ্র এলাকাকে নিজেদের বলে দাবি করে।
চীনা সেনাবাহিনী মিথ্যাচার করছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিবৃতিতে আরও বলা হয়, কার্টিস উইলবার নামের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কোনো দেশের সীমানা থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এশিয়া–ভূমধ্যসাগরে চীন-যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণ চীন সাগর একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠেছে। চীন বরাবরই দক্ষিণ চীন সাগরে নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করতে চাইলেও যুক্তরাষ্ট্রের দাবি, নিজেদের সমুদ্রসীমা নির্দিষ্ট করার নামে সাগরের তীরবর্তী অন্য দেশগুলোর সমুদ্রসীমা দখল করার পাঁয়তারা করছে চীন।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
৩৪ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১০ ঘণ্টা আগে