Ajker Patrika

বিশ্ববাজারে তেল সরবরাহে প্রস্তুত ভেনেজুয়েলা: মাদুরো 

বিশ্ববাজারে তেল সরবরাহে প্রস্তুত ভেনেজুয়েলা: মাদুরো 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাঁর দেশ বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলেরে যে সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে প্রস্তুত ভেনেজুয়েলা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিশ্বের তেল–গ্যাস উত্তোলনকারী দেশগুলোর জোট ওপেকের সেক্রেটারি জেনারেল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সফরকালে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেছেন, ‘ভেনেজুয়েলা একটি স্থিতিশীল এবং সুরক্ষিত উপায়ে বিশ্ব অর্থনীতির জন্য প্রয়োজনীয় তেল ও গ্যাস বাজারজাতকরণ করতে তার ভূমিকা পালনে ইচ্ছুক এবং প্রস্তুত।’ 

মাদুরো আরও জানান, বিগত কয়েক বছর ধরে পর্যাপ্ত বিনিয়োগ না থাকারও পরও তাঁর দেশে জ্বালানি শিল্প আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং তাঁরা বিশ্বের চাহিদা পূরণেও প্রস্তুত। বিগত দুই দশকে ভেনেজুয়েলার জ্বালানি উত্তোলন অনেকটাই কমে গিয়েছে। বর্তমানে দেশটি প্রতিদিন ৭ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। অথচ, দেশটি ২০০২ সালে প্রতিদিন অন্তত ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করত। 

 ২০১৩ সালে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতায় আসার আগে এবং পরে দেশটির ওপর একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে ক্ষমতায় আসার পর মাদুরোকে ক্ষমতা থেকে চলে যেতে চাপ দিতে আরও একগাদা নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার মধ্যে ২০১৯ সালে ভেনেজুয়েলাকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বাধা দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উল্লেখ্য, দেশটির ৯৬ শতাংশ রাজস্ব আয়ই আসে তেল রপ্তানি থেকে। 

পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদার বিপরীতে সরবরাহ যথেষ্ট কমে যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই পরিপ্রেক্ষিতে ঘোষণা দেন, ভেনেজুয়েলার ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত