Ajker Patrika

ভেনেজুয়েলায় সোনার খনি ধসে অন্তত ২৩ শ্রমিক নিহত

ভেনেজুয়েলায় সোনার খনি ধসে অন্তত ২৩ শ্রমিক নিহত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বেআইনিভাবে পরিচালিত একটি সোনার খনি ধসে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ভেনেজুয়েলায় একটি উন্মুক্ত খনিতে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন। বেআইনিভাবে পরিচালিত খনিটিতে মাটি ধসে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। 

গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) ইয়োরগি আর্চিনিয়েগা নামের এক স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বলিভার রাজ্যের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত একটি খনি থেকে প্রায় ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ধসের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। এ ঘটনার পর দেশটির বেসামরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এক্স-এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে উল্লেখ করলেও তিনি কোনো সংখ্যা জানাননি।। 

একটি ভিডিওটি দেখা গেছে, খনিটিতে কাজ করার সময় শ্রমিকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙে পড়ছে। কয়েকজন সেখান থেকে দ্রুত পালাতে সক্ষম হলেও বেশ কয়েকজন আটকা পড়েন। 

কর্মকর্তা ধারণা করছে, ২০০ জন শ্রমিক খনিতে কাজ করছিল। খনিটি লা প্যারাগুয়া শহর থেকে সাত ঘণ্টার নৌকা পথ। 

বলিভার রাজ্যের নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কোলিনা রেয়েস বলেন, আহতদের আঞ্চলিক রাজধানী সিউদাদ বলিভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনায় শ্রমিকদের হতাহতের খবরে তাদের স্বজনদের বন্দরে জড়ো হতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত