Ajker Patrika

সুসম্পর্কের বার্তা দিয়ে এবার মোদিকে ইমরান খানের চিঠি

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১০: ২০
সুসম্পর্কের বার্তা দিয়ে এবার মোদিকে ইমরান খানের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছিলেন। গতকালমঙ্গলবার সেই চিঠির জবাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় তার দেশ। 

গত ২৯ মার্চ লেখা চিঠিটি ভারত কিংবা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র চিঠির বিষয়টি নিশ্চিত করেছে । এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

চিঠিতে ইমরান খান বলেন, ভারত-সহ প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তানের নাগরিকরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা।

চিঠিতে করোনা মহামারির সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান।

এর আগে গত ২৩ মার্চ সম্পর্ক পাকিস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি। চিঠিতে মোদি লেখেন,  প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের বাসিন্দাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়।  আর এ জন্য সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন। এনডিটিভি, আল জাজিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত