চার বছরের শিশু ক্লিও স্মিথকে অপহরণের অপরাধে টেরেন্স ড্যারেল কেলিকে (৩৬) দোষী সাব্যস্থ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেরেন্স ড্যারেল কেলিকে কারনারভনের আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের কম শিশুকে জোরপূর্বক/প্রতারণা/প্রলুদ্ধ করে তুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গ্রেপ্তার কেলির সঙ্গে অপহরণের শিকার ক্লিও স্মিথের পরিবারের সঙ্গে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার টেরেন্স ড্যারেল কেলিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের অভিযোগ, তিনি একাই অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। এটি পূর্বপরিকল্পিত ঘটনা নয়।
এর আগে গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর চার বছর বয়সি এক শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরেনসিক সূত্র ধরে কারনারভন অঞ্চলের একটি বাড়িতে গতকাল বুধবার অভিযান চালিয়ে ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডেপুটি কমিশনার কল ব্লানচ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ছোট্ট ক্লিওকে (ওই বাড়ির) একটি কক্ষ থেকে উদ্ধার করেছে।’ “আমাদের এক কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ শিশুটি জবাব দেয়, ‘আমার নাম ক্লিও”, যোগ করেন কল ব্লানচ।
মেয়েকে ফিরে পেয়ে ক্লিও স্মিথের মা এলি স্মিথ ইনস্টগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার পূর্ণতা ফিরে এল।’
চার বছরের শিশু ক্লিও স্মিথকে অপহরণের অপরাধে টেরেন্স ড্যারেল কেলিকে (৩৬) দোষী সাব্যস্থ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেরেন্স ড্যারেল কেলিকে কারনারভনের আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের কম শিশুকে জোরপূর্বক/প্রতারণা/প্রলুদ্ধ করে তুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গ্রেপ্তার কেলির সঙ্গে অপহরণের শিকার ক্লিও স্মিথের পরিবারের সঙ্গে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার টেরেন্স ড্যারেল কেলিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের অভিযোগ, তিনি একাই অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। এটি পূর্বপরিকল্পিত ঘটনা নয়।
এর আগে গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর চার বছর বয়সি এক শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরেনসিক সূত্র ধরে কারনারভন অঞ্চলের একটি বাড়িতে গতকাল বুধবার অভিযান চালিয়ে ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডেপুটি কমিশনার কল ব্লানচ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ছোট্ট ক্লিওকে (ওই বাড়ির) একটি কক্ষ থেকে উদ্ধার করেছে।’ “আমাদের এক কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ শিশুটি জবাব দেয়, ‘আমার নাম ক্লিও”, যোগ করেন কল ব্লানচ।
মেয়েকে ফিরে পেয়ে ক্লিও স্মিথের মা এলি স্মিথ ইনস্টগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার পূর্ণতা ফিরে এল।’
পাকিস্তানে প্রতি বছরই বর্ষা মৌসুমে বন্যা সৃষ্টি হয়। এই বন্যায় দেশটিতে মৃত্যুর মিছিল থামছে না। বিবিসি জানিয়েছে, সম্প্রতি খাইবার পাখতুনখাওয়ার সোয়াবি জেলায় হঠাৎ বন্যার স্রোতে কয়েকটি ঘর ভেসে গেলে মাটির নিচে চাপা পড়ে মারা যায় দুই শিশু।
৫ ঘণ্টা আগেসিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরায়েলের সঙ্গে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তিতে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গতকাল রোববার আরব মিডিয়া প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেমার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) হাতে আবারও আটক হয়েছেন কিলমার আব্রেগো গার্সিয়া। স্থানীয় সময় আজ সোমবার (২৫ আগস্ট) সকালে বাল্টিমোরের আইসিই অফিসে হাজির হওয়ার পরই তাঁকে আটক করা হয়। এবার তাঁকে উগান্ডা পাঠিয়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জ্যাক নেরিয়া সতর্ক করেছেন, ইরানের সঙ্গে শিগগির দ্বিতীয় দফা সংঘাত শুরু হতে পারে। স্থানীয় রেডিও চ্যানেল ১০৩ এফএমে দেওয়া এক সাক্ষাৎকারে নেরিয়া দাবি করেছেন, হিজবুল্লাহর যোদ্ধাদের মোবাইল ফোন থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইরান, যা আসন্ন হামলার আশঙ্কার ইঙ্গিত বহন করছে।
৮ ঘণ্টা আগে