Ajker Patrika

আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ১৬ জনের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৩৬
আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ১৬ জনের মৃত্যু

আর্জেন্টিনায় দূষিত কোকেন  সেবন করে মপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন । এ ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। স্থানীয় সময় গতকাল বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স প্রদেশে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি ওই সূত্র আরও জানিয়েছে, মাদক সেবনের পর মারা যাওয়া ব্যক্তিরা মূলত হুরলিংগম, সান মার্টিন ও ট্রেস দে ফেবরেরো শহরের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর মুখপাত্র সার্জিও বার্নি বুয়েন্স আয়ার্স শহর ও শহরতলির হাসপাতালে মৃত্যু হওয়াদের একটি তালিকা প্রকাশ করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কোকেইনে বিষাক্ত উপাদান মেশানো ছিল। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের জেরেই একটি মাদক গ্যাং এই কোকেনে  বিষাক্ত উপাদান মিশিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সার্জিও বার্নি বলেন, ‘আমরা পরীক্ষাগারের ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছি। এ ছাড়া আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তবে তাৎক্ষণিকভাবে আরও তথ্য জানার জন্য পুলিশ ও আদালতের কাছে পৌঁছাতে পারেনি রয়টার্স।

বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ। দক্ষিণ আমেরিকার এই দেশের জাতীয় রাজধানীর নামও একই। রাজধানী শহরের ঠিক বাইরে অনেকগুলো শহরতলিতে বহু মানুষ বসবাস করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত