Ajker Patrika

পেরুতে বাস খাদে, নিহত ৩২ 

পেরুতে বাস খাদে, নিহত ৩২ 

পেরুতে এক বাস খাদে পড়ে দুই শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। গত চার দিনের মধ্যে দেশটিতে এটি তৃতীয় ভয়াবহ দুর্ঘটনা। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, পেরুর রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত কার্টেরা সেন্ট্রাল রোডের একটি সরু রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। 

এ নিয়ে পুলিশ কর্মকর্তা সিজার সার্ভেন্টেস বলেন, দুর্ভাগ্যবশত, এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে শিশু এবং তিন বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। 

পেরু পুলিশের পক্ষ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়েছে, হতাহতদের উদ্ধারের জন্য উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। 

পুলিশ জানিয়েছে, বাসটি উচ্চ গতিতে বেপরোয়াভাবে চলছিল। একটি পাথরের সঙ্গে আঘাত লেগে এটি ৬৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। 

গত রোববারও পেরুর আমাজন নদীতে দুটি নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। দুই দিন আগেও পেরুতে আরেকটি বাস খাদে পড়ে ১৭ জনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত