বিশ্ব ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড জোডি হেইডেনের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) জোডি হেইডেনকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আর তাতে জোডি হেইডেনের সম্মতির খবর জানিয়ে সামাজিক প্ল্যাটফর্মে অ্যালবানিজ বলেন, ‘সে হ্যাঁ বলেছে।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘সবার সঙ্গে সুখবরটি ভাগ করতে পেরে খুবই আনন্দ হচ্ছে। এটা বিস্ময়কর যে, আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই।’
ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী থাকাকালে বাগদান করা প্রথম অস্ট্রেলীয় নেতা হচ্ছেন অ্যান্থনি অ্যালবানিজ। ২০২০ সালে মেলবোর্নে একটি ডিনারে হেইডেনের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর।’
এই খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন জোডি হেইডেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বন্ধুবান্ধব, পরিবার থেকে শুরু করে এমন অনেকেরই উষ্ণ বার্তা পাচ্ছি, যাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে পরিচয় নই। তাদের সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছাবার্তাগুলো সত্যিই দারুণ।’
এই যুগলকে শুভেচ্ছা জানানোদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এবং যুক্তরাজ্যের বিখ্যাত শেফ নাইজেলা লসন। এ ছাড়া, শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ভালোবাসা একটি সুন্দর বিষয়। আমি আপনাদের দুজনের জন্যই খুব খুশি!’
অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অনেক পরিকল্পনাই করেছিলেন তিনি। আর সে জন্য ভালোবাসা দিবসকেই (ভ্যালেন্টাইনস ডে) বেছে নেন তিনি। বিয়ের আংটির নকশা করতেও তিনি সাহায্য করেছেন।
অ্যালবানিজের আগে বিয়ে হয়েছিল। তার সাবেক স্ত্রী কারমেল টেবুট নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার। ১৯ বছরের বিবাহিত জীবনের পর ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ ঘটান তাঁরা।
গাজার যুদ্ধ থেকে শুরু করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আইনি মামলা পর্যন্ত বিভিন্ন ইস্যু থেকে অ্যালবানিজ সবার মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে মত দিয়েছেন সমালোচকেরা।
হাইস্কুলে থাকাকালীন লেবার পার্টিতে যোগ দেন অ্যালবানিজ। পরে সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়ান তিনি। ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন অ্যান্থনি অ্যালবানিজ।
বিশ্ব ভালোবাসা দিবসে গার্লফ্রেন্ড জোডি হেইডেনের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) জোডি হেইডেনকে বিয়ের প্রস্তাব দেন তিনি। আর তাতে জোডি হেইডেনের সম্মতির খবর জানিয়ে সামাজিক প্ল্যাটফর্মে অ্যালবানিজ বলেন, ‘সে হ্যাঁ বলেছে।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, ‘সবার সঙ্গে সুখবরটি ভাগ করতে পেরে খুবই আনন্দ হচ্ছে। এটা বিস্ময়কর যে, আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যার সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই।’
ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী থাকাকালে বাগদান করা প্রথম অস্ট্রেলীয় নেতা হচ্ছেন অ্যান্থনি অ্যালবানিজ। ২০২০ সালে মেলবোর্নে একটি ডিনারে হেইডেনের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর।’
এই খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছা বার্তা পাচ্ছেন জোডি হেইডেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বন্ধুবান্ধব, পরিবার থেকে শুরু করে এমন অনেকেরই উষ্ণ বার্তা পাচ্ছি, যাদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে পরিচয় নই। তাদের সবাইকে ধন্যবাদ। শুভেচ্ছাবার্তাগুলো সত্যিই দারুণ।’
এই যুগলকে শুভেচ্ছা জানানোদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এবং যুক্তরাজ্যের বিখ্যাত শেফ নাইজেলা লসন। এ ছাড়া, শুভেচ্ছা জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ভালোবাসা একটি সুন্দর বিষয়। আমি আপনাদের দুজনের জন্যই খুব খুশি!’
অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য অনেক পরিকল্পনাই করেছিলেন তিনি। আর সে জন্য ভালোবাসা দিবসকেই (ভ্যালেন্টাইনস ডে) বেছে নেন তিনি। বিয়ের আংটির নকশা করতেও তিনি সাহায্য করেছেন।
অ্যালবানিজের আগে বিয়ে হয়েছিল। তার সাবেক স্ত্রী কারমেল টেবুট নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার। ১৯ বছরের বিবাহিত জীবনের পর ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ ঘটান তাঁরা।
গাজার যুদ্ধ থেকে শুরু করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে আইনি মামলা পর্যন্ত বিভিন্ন ইস্যু থেকে অ্যালবানিজ সবার মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে মত দিয়েছেন সমালোচকেরা।
হাইস্কুলে থাকাকালীন লেবার পার্টিতে যোগ দেন অ্যালবানিজ। পরে সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়ান তিনি। ২০২২ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন অ্যান্থনি অ্যালবানিজ।
ব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১ ঘণ্টা আগেশচীন উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ছিলেন। পেটে চামচ ও টুথব্রাশ কীভাবে এল—জানতে চাইলে শচীন বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হতো। ক্ষুধার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসনকোসন থেকে চামচ চুরি করে খেতাম।’
২ ঘণ্টা আগেরাশিয়ার ধনকুবের ব্যবসায়ী ও সাবেক কাস্টমস কর্মকর্তা বরিস আভাকিয়ান রহস্যজনকভাবে মারা গেছেন। ৪৩ বছর বয়সী বরিস ছিলেন ২০১৪ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ জয়ী সুন্দরী ইউলিয়া ইয়োনিনার স্বামী। সম্প্রতি রাশিয়ার একটি আদালতে ৩ কোটি ৭০ লাখ পাউন্ডের জালিয়াতি মামলার বিচার চলাকালে বরিস সেখান থেকে পালান।
২ ঘণ্টা আগেফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে লিবিয়া থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এ মামলায় আদালত সারকোজিকে অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করলেও দুর্নীতি ও অবৈধ প্রচার তহবিলের অভিযোগ থেকে অব্যাহতি দেন।
৩ ঘণ্টা আগে