দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।
প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের।
সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে।
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।
পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত।
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ১২০০ বছর আগের ২০টি মমির সন্ধান মিলেছে। এদের মধ্যে ৮টি শিশুর ও ১২টি পূর্ণবয়স্ক মানুষের। স্থানীয় সময় মঙ্গলবার মমিগুলো উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদেরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী লিমা থেকে ১৬ কিলোমিটার দূরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কাজামারকুইলা থেকে মমিগুলোর সন্ধান মেলে। গত নভেম্বরে সেখানে বেশ কিছু মমির সন্ধান মেলে।
প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেছেন, মৃতদেহ কিছু মমি করা ছিল, কিছু ছিল কঙ্কাল। মমিগুলো প্রাচীন প্রাক-হিস্পানিক রীতির অংশ হিসেবে বস্ত্রের বিভিন্ন স্তরে মোড়ানো ছিল এবং সম্ভবত মূল মমির সঙ্গে উৎসর্গ করা হয়েছিল। মূল মমিটি ছিল ৩৫ বছর বয়সী যুবকের।
সংবাদ সম্মেলনে পিটার ভ্যান ডালেন বলেন, তাঁদের বিশ্বাসে মৃত্যুই শেষ ছিল না। তারা বরং একটি সমান্তরাল জগতে বিশ্বাস করত, যেখানে মৃতরা বাস করত।
ভ্যান ডালেন বলেন, কাজামারকুইলার আচারের অংশ হিসাবে কিছু মমিতে সহিংসতার প্রমাণ রয়েছে।
গবেষণা দলের সদস্য ইয়োমিরা হুয়ামান বলেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্যাম্পোনা নামে বাঁশি ব্যবহার হতো। আমি মনে করি কাজামারকুইলার আরও অনেক কিছু বলার আছে। আমাদেরও বলার আরও অনেক কিছু আছে।
পেরু হলো ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা শত শত প্রত্নতাত্ত্বিক স্থানের আবাসস্থল। এই সাম্রাজ্য দক্ষিণ ইকুয়েডর, কলম্বিয়া থেকে মধ্য চিলি পর্যন্ত।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে