Ajker Patrika

করোনা চিকিৎসায় রচে ও সানোফির সুপারিশ ডব্লিউএইচওর

করোনা চিকিৎসায় রচে ও সানোফির সুপারিশ ডব্লিউএইচওর

করোনা রোগীদের জন্য রচে ও সানোফির ব্যথানাশক ওষুধ ব্যবহারের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর ফলে করোনায় মৃত্যুর ঝুঁকি ও ভেন্টিলেশনের প্রয়োজন কমবে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল এক বিবৃতি এ তথ্য জানানো হয়। 
 
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের আরও কয়েকটি কলেজ ও প্রতিষ্ঠান সম্প্রতি রচের ব্যথানাশক ওষুধ অ্যাক্টেমরা ও সানোফির কেভজারা নিয়ে পরীক্ষা চালায়। প্রায় ১১ হাজার রোগীর ওপর পরীক্ষা চালিয়ে ওষুধগুলোর ব্যবহারে রোগীদের মৃত্যুর ঝুঁকি ও ভেন্টিলেশনের প্রয়োজন কমার প্রমাণ পাওয়া গেছে। 
 
ডব্লিউএইচওর কর্মকর্তা জেনেত দিয়াজ বলেন, এ পরীক্ষার পর আমরা করোনা রোগীর চিকিৎসার নির্দেশিকা পরিবর্তন করেছি। তা ছাড়া এসব ওষুধ যাতে গরিব দেশগুলোয় সহজে পাওয়া যায় সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। 
 
এদিকে গত সপ্তাহে করোনার চিকিৎসায় রচের অ্যাক্টেমরার জরুরি ব্যবহার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত