Ajker Patrika

উড়োজাহাজ দুর্ঘটনার ৪০ দিন পর আমাজন বন থেকে ৪ শিশু জীবিত উদ্ধার 

আপডেট : ১১ জুন ২০২৩, ১১: ৪০
উড়োজাহাজ দুর্ঘটনার ৪০ দিন পর আমাজন বন থেকে ৪ শিশু জীবিত উদ্ধার 

কলম্বিয়ার আমাজন বনে বিমান দুর্ঘটনার এক মাসের অধিক সময় পর চার শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনী তাদের খুঁজে পেয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

ওই চার শিশু একে অপরের ভাইবোন। তাদের বয়স যথাক্রমে ১৩, ৯, ৪ ও ১ বছর। তারা গত ১ মে বিধ্বস্ত হওয়া বিমানে মায়ের সঙ্গে ছিল। তবে তাদের মা ও প্লেনে থাকা অন্যরা মারা গেছেন।

গুস্তাভো পেত্রো বলেছেন, ‘কয়েক সপ্তাহ পর এই শিশুদের খুঁজে পাওয়া গেছে। এটি দেশবাসীর জন্য এক আনন্দের বিষয়। এ এক জাদুকরি ক্ষণ। এই শিশুদের টিকে থাকার লড়াই ইতিহাস হয়ে থাকবে। তারা আজ শান্তির দূত, তারা আজ কলম্বিয়ার সন্তান।’ 

প্রেসিডেন্ট পেত্রো ওই শিশুদের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে সেনাবাহিনী ও আদিবাসী সম্প্রদায় ৪০ দিন ধরে নিখোঁজ থাকা শিশুদের যত্ন নিতে দেখা গেছে।

প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, শিশুদের বর্তমানে মেডিকেল সেবা দেওয়া হচ্ছে। তিনি শিশুদের দাদার সঙ্গেও কথা বলেছেন। যিনি বলেছেন, ‘বনমাতা শিশুদের সুরক্ষা করেছেন এবং ফিরিয়ে দিয়েছেন।’

এসব শিশু এবং তাদের মা সেসনা-২০৬ বিমানে ভ্রমণ করছিলেন। বিমানটি আমাজোনাস প্রদেশের আরাকুয়ারা থেকে সান জোসে দেল গুয়াভিয়ারের দিকে যাচ্ছিল। কিন্তু যাত্রাপথে ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে ‘মে ডে সতর্কতা’ জারি করেছিল। এরপর বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করে সেনাবাহিনী। 

গত মে মাসে বনের মধ্যে শিশুদের বিছানা, পানির বোতল, এক জোড়া কাঁচি, চুল বাঁধার খোঁপা পাওয়া যায়। এ সময় তাঁদের পায়ের ছাপও দেখতে পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীরা নিশ্চিত হন যে শিশুরা জীবিত আছে। জোরদার করা হয় উদ্ধার অভিযান।

শিশুরা হুইটোটো আদিবাসী গোষ্ঠীর সদস্য। বনে ফল গাছের অবস্থান এবং জঙ্গলে টিকে থাকা সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান রয়েছে। তাই শুরু থেকেই তাদের জীবিত ফেরত পাওয়ার ব্যাপারে হুইটোটোরা আশাবাদী ছিলেন। 

আদিবাসীরাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছিলেন এবং হেলিকপ্টারগুলো বাচ্চাদের দাদির কাছ থেকে একটি বার্তা পাঠিয়েছে, যা হুইটোটো ভাষায় রেকর্ড করা হয়েছে। তিনি তাঁদের চলাচল করতে বারণ করেছেন, যাতে সহজেই অবস্থান শনাক্ত করা যায়। 

এর আগে গত মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানিয়েছিলেন, ওই শিশুদের জীবিত পাওয়া গেছে। কিন্তু পরবর্তী সময়ে এর কোনো প্রমাণ পাওয়া না গেলে সমালোচনায় পড়েন প্রেসিডেন্ট। এরপর তিনি টুইটটি সরিয়ে নেন এবং এর জন্য ক্ষমাপ্রার্থনা করে জানান, এই তথ্য কলম্বিয়ার শিশুকল্যাণ সংস্থা থেকে তাঁকে জানানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...