আফ্রিকায় রমজান: বাড়িতে ইফতার হয় না, খাওয়া হয় না মাছ
আফ্রিকার অন্য যেকোনো দেশের থেকে আইভরি কোস্টের ইফতার আয়োজন আলাদা। দেশটির কেউ নিজ বাড়িতে ইফতার করে না। খাবার রান্না করে অন্য দরিদ্র পরিবারে নিয়ে যায়, যাতে সবাই এক সঙ্গে ইফতার করতে পারে। রমজানে দেশটির সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে ‘মাদিদ’ ও ‘থারিদ’। আর সবচেয়ে বিখ্যাত খাবারটি...