সুদানের রাজধানী খার্তুম ও পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থেমে নেই। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুদানের সেনাবাহিনী জানিয়েছে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ ঘণ্টায় এসে আরও ৭২ ঘণ্টা সময় বাড়াতে দুই পক্ষই সম্মত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রথম পর্বের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি শেষ হয়েছে।
এদিকে আরএসএফ বলেছে, তারাও যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়টিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, সৌদি আরব, নরওয়ে, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ দুইটি কূটনীতিক শিবির থেকে এসেছে বলেও জানিয়েছে তারা।
তবে যুদ্ধবিরতির মধ্যেও গতকাল বৃহস্পতিবার রাজধানী খার্তুমের ওপর দিয়ে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের ভেতর দুই পক্ষ কামান ও মেশিনগান দিয়ে গোলাগুলি করেছে।
আগের যুদ্ধবিরতির সময় সহিংসতা না থামলেও যুদ্ধের তীব্রতা কমেছিল। ফলে হাজার হাজার সুদানি নাগরিক নিরাপদ স্থানে সরে যেতে পেরেছেন। এ ছাড়া শত শত বিদেশি নাগরিক স্থল ও সমুদ্রপথে প্রস্থান করার সুযোগ পেয়েছেন।
২০২১ সালের অক্টোবরে সেনাবাহিনী ও আরএসএফ মিলে তৎকালীন বেসামরিক সরকারকে উৎখাত করে। কিন্তু ক্ষমতা দখলের লড়াই দুই পক্ষ পরবর্তীতে সহিংসতায় লিপ্ত হয়। আন্তর্জাতিক শক্তিগুলো সুদানে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা কার্যত কোনো ফল বয়ে আনেনি। বরং সুদান ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠেছে।
সেনাবাহিনী দাবি করেছে, সুদানের বেশির ভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা খার্তুমে আরএসএফকে পরাজিত করারও দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী এবং বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা জানিয়েছেন, প্রথম ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যুদ্ধ কিছুটা শিথিল হয়েছিল। তবে বৃহস্পতিবারে খার্তুম ও এর পাশের শহর ওমদুরমান ও বাহরিতে বিমান হামলা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চলার সময়েও সহিংসতা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে জন্য সুদানে থাকা মার্কিন নাগরিকদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সুদানে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৫১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ হাজার ১৯৩ জন।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘাত এখনো চলছে।
সুদানের রাজধানী খার্তুম ও পশ্চিম দারফুর অঞ্চলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর (আরএসএফ) মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৭২ ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থেমে নেই। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সুদানের সেনাবাহিনী জানিয়েছে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ ঘণ্টায় এসে আরও ৭২ ঘণ্টা সময় বাড়াতে দুই পক্ষই সম্মত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রথম পর্বের ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি শেষ হয়েছে।
এদিকে আরএসএফ বলেছে, তারাও যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়টিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতির সময় বাড়ানোর প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, সৌদি আরব, নরওয়ে, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ দুইটি কূটনীতিক শিবির থেকে এসেছে বলেও জানিয়েছে তারা।
তবে যুদ্ধবিরতির মধ্যেও গতকাল বৃহস্পতিবার রাজধানী খার্তুমের ওপর দিয়ে যুদ্ধবিমান টহল দিতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের ভেতর দুই পক্ষ কামান ও মেশিনগান দিয়ে গোলাগুলি করেছে।
আগের যুদ্ধবিরতির সময় সহিংসতা না থামলেও যুদ্ধের তীব্রতা কমেছিল। ফলে হাজার হাজার সুদানি নাগরিক নিরাপদ স্থানে সরে যেতে পেরেছেন। এ ছাড়া শত শত বিদেশি নাগরিক স্থল ও সমুদ্রপথে প্রস্থান করার সুযোগ পেয়েছেন।
২০২১ সালের অক্টোবরে সেনাবাহিনী ও আরএসএফ মিলে তৎকালীন বেসামরিক সরকারকে উৎখাত করে। কিন্তু ক্ষমতা দখলের লড়াই দুই পক্ষ পরবর্তীতে সহিংসতায় লিপ্ত হয়। আন্তর্জাতিক শক্তিগুলো সুদানে গণতন্ত্র ফেরানোর চেষ্টা করছে, কিন্তু সে চেষ্টা কার্যত কোনো ফল বয়ে আনেনি। বরং সুদান ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠেছে।
সেনাবাহিনী দাবি করেছে, সুদানের বেশির ভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা খার্তুমে আরএসএফকে পরাজিত করারও দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী এবং বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকেরা জানিয়েছেন, প্রথম ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যুদ্ধ কিছুটা শিথিল হয়েছিল। তবে বৃহস্পতিবারে খার্তুম ও এর পাশের শহর ওমদুরমান ও বাহরিতে বিমান হামলা হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চলার সময়েও সহিংসতা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সে জন্য সুদানে থাকা মার্কিন নাগরিকদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপদ জায়গায় সরে যেতে অনুরোধ করা হয়েছে।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সুদানে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৫১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ হাজার ১৯৩ জন।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘাত এখনো চলছে।
আফগানিস্তান সীমান্তের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সংঘর্ষের বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার (আইএসপিআর) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সীমান্তজুড়ে সংঘটিত সংঘর্ষে দুশ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে, পাকিস্তানের ...
৬ মিনিট আগেপশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিকেল শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় করা মন্তব্যে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব কলেজ কর্তৃপক্ষের ওপর চাপিয়ে দিয়ে মমতা প্রশ্ন তোলেন, ২৩ বছর বয়সী ওই ছাত্রী কীভাবে গভীর রাতে ক্যাম্পাসের বাইরে গেলেন?
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রথম ধাপের যুদ্ধবিরতির পর কি ঘটবে সেই বিষয়টি এখনো স্পষ্ট না হলেও, হামাস আস্থা রাখছে মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসবাণীর ওপর। মিসরের অবকাশ যাপনকেন্দ্র শারম আল–শেখে ইসরায়েল, হামাসসহ বিভিন্ন পক্ষের মধ্যে যুদ্ধপরবর্তী...
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে, যেভাবে তিনি মধ্যপ্রাচ্যে করেছেন। জেলেনস্কি ফোনকলে বলেন, যদি ট্রাম্প এক অঞ্চলের যুদ্ধ থামাতে পারেন, তাহলে ‘অন্য যুদ্ধও থামানো সম্ভব।’
২ ঘণ্টা আগে