যুদ্ধে বিপর্যস্ত সুদানে নাগরিকদের উদ্ধারে যাওয়া তুরস্কের উড়োজাহাজে গুলি করার ঘটনা ঘটেছে। বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটিতে গুলি করা হয়। রাষ্ট্রীয় সামরিক বাহিনী অভিযোগ করছে, বিদ্রোহীরা তুর্কি বিমানে গুলি করেছে।
আজ শুক্রবার রাজধানী খার্তুমের উত্তরে সংঘাতের মধ্যে আটকে পড়া তুর্কি নাগরিকদের সরিয়ে নেওয়ার মিশনে থাকা উড়োজাহাজটি অবতরণের আগে গুলি করা হয়। সুদান সেনাবাহিনীর অভিযোগ, আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই গুলি করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি তুর্কি সি-১৩০ সামরিক বিমান ওয়াদি সিদনা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় আরএসএফ বিমানটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জ্বালানি ট্যাংকের সামান্য ক্ষতি হয়েছে এবং একজন ক্রু আহত হয়েছেন। উড়োজাহাজটি অবশ্য নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। পরে সেটি সারানো হয়েছে।
সুদানের সেনাবাহিনী বিদ্রোহী আরএসএফ যোদ্ধাদের সতর্ক করে বলেছে, এ ধরনের ‘বিপজ্জনক আচরণ’ করে অন্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত করা না হয়।
আজ সকালের দিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সি-১৩০ সামরিক বিমানে গুলি করা হয়েছিল। বিমানটি সুদানে আটকে থাকা তুর্কি নাগরিকদের সরিয়ে নেওয়ার মিশনে ছিল।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সেনাবাহিনী ও বিদ্রোহী আরএসএফ আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৬০ জন নিহত এবং ৪ হাজার জনেরও বেশি আহত হয়েছে।
গত মঙ্গলবার মধ্যরাতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর করা হলেও সংঘাত বেড়েই চলেছে। বিদেশি নাগরিকদের খার্তুম ও এর আশপাশের অঞ্চলগুলো ছেড়ে যেতে এবং ভারী অস্ত্রের লড়াই বন্ধ করে শান্তি প্রচেষ্টা শুরুর আশায় অস্ত্রবিরতি পরে আরও তিন দিন বাড়ানো হয়েছে। গত ১৫ এপ্রিল সুদানের রাষ্ট্রীয় সামরিক বাহিনী ও বিদ্রোহী আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
যুদ্ধে বিপর্যস্ত সুদানে নাগরিকদের উদ্ধারে যাওয়া তুরস্কের উড়োজাহাজে গুলি করার ঘটনা ঘটেছে। বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটিতে গুলি করা হয়। রাষ্ট্রীয় সামরিক বাহিনী অভিযোগ করছে, বিদ্রোহীরা তুর্কি বিমানে গুলি করেছে।
আজ শুক্রবার রাজধানী খার্তুমের উত্তরে সংঘাতের মধ্যে আটকে পড়া তুর্কি নাগরিকদের সরিয়ে নেওয়ার মিশনে থাকা উড়োজাহাজটি অবতরণের আগে গুলি করা হয়। সুদান সেনাবাহিনীর অভিযোগ, আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এই গুলি করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি তুর্কি সি-১৩০ সামরিক বিমান ওয়াদি সিদনা বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় আরএসএফ বিমানটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জ্বালানি ট্যাংকের সামান্য ক্ষতি হয়েছে এবং একজন ক্রু আহত হয়েছেন। উড়োজাহাজটি অবশ্য নিরাপদে বিমানবন্দরে অবতরণ করতে পেরেছে। পরে সেটি সারানো হয়েছে।
সুদানের সেনাবাহিনী বিদ্রোহী আরএসএফ যোদ্ধাদের সতর্ক করে বলেছে, এ ধরনের ‘বিপজ্জনক আচরণ’ করে অন্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ যেন কোনোভাবেই বাধাগ্রস্ত করা না হয়।
আজ সকালের দিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সি-১৩০ সামরিক বিমানে গুলি করা হয়েছিল। বিমানটি সুদানে আটকে থাকা তুর্কি নাগরিকদের সরিয়ে নেওয়ার মিশনে ছিল।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সেনাবাহিনী ও বিদ্রোহী আরএসএফ আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৬০ জন নিহত এবং ৪ হাজার জনেরও বেশি আহত হয়েছে।
গত মঙ্গলবার মধ্যরাতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর করা হলেও সংঘাত বেড়েই চলেছে। বিদেশি নাগরিকদের খার্তুম ও এর আশপাশের অঞ্চলগুলো ছেড়ে যেতে এবং ভারী অস্ত্রের লড়াই বন্ধ করে শান্তি প্রচেষ্টা শুরুর আশায় অস্ত্রবিরতি পরে আরও তিন দিন বাড়ানো হয়েছে। গত ১৫ এপ্রিল সুদানের রাষ্ট্রীয় সামরিক বাহিনী ও বিদ্রোহী আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১১ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১৫ ঘণ্টা আগে