মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুখে থাকা সুদানের সাবেক এক রাজনীতিবিদ কারাগার থেকে পালিয়েছেন। রাজধানী খার্তুমের কোবের কারাগার ভেঙে বন্দী পালানোর খবরের মধ্যে বিবিসিকে তিনি বলেছেন, তাঁর সঙ্গে বেশ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তাও এখন আর কারাগারে নেই।
আহমদ হারুন নামে ওই রাজনীতিবিদ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি ছিলেন। এই সপ্তাহের শুরুতে তিনি কারাগার থেকে পালান। সেখানে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সাজা ভোগ করছিলেন।
সুদানের তৈয়বা টেলিভিশনে হারুনকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, হারুন ও অন্যান্য বন্দীরা যারা বশিরের অধীনে কাজ করেছিলেন, তাঁরা কারাগার থেকে বের হয়েছেন। তবে ‘বিচার শুরু হলে তিনি আদালতে হাজির হতে প্রস্তুত’ বলে প্রতিবেদনে বলা হয়।
সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে থাকা দুই জেনারেল তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তবে এই প্রতিশ্রুতি শান্তি বয়ে আনতে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিবিসির।
১৫ এপ্রিল থেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী ও আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির নেতৃত্বে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে এই লড়াই চলছে।
গণবিক্ষোভের মুখে সামরিক বাহিনীর হস্তক্ষেপে ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন বশির। পরে দুর্নীতির দায়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে বলছে, ৭৯ বছর বয়সী বশির একটি সামরিক হাসপাতালেও বেশ কিছু দিন কাটিয়েছিলেন। সুদানে লড়াই শুরু হওয়ার আগে তাঁকে আবার সেখানে স্থানান্তর করা হয়েছিল। সুদানের দারফুর অঞ্চলে গণহত্যা ও ধর্ষণে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আইসিসি তাঁকে অভিযুক্ত করেছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
সামরিক অভ্যুত্থানের সময় ২০১৯ সালে বশিরকে যে বছর গ্রেপ্তার করা হয় সে বছরই হারুনকে গ্রেপ্তার করা হয়। তিনিও একই অভিযোগে অভিযুক্ত হন। বশিরের মতো তিনিও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তখন থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয় এবং বেশ কয়েকবার অভ্যুত্থানের চেষ্টা হয়।
সুদানে চলমান সংঘাতে ৪৫৯ জন নিহত হয়েছেন। আহত ৩ হাজার ৭০০ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সংঘাতের কারণে সুদান থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। দুই পক্ষের মধ্যে লড়াইয়ে দেশটিতে একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অনেক স্থানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সুদানে জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস বর্তমানে সুদানে অবস্থান করছেন। তিনি বলেছেন, দেখে মনে হচ্ছে দেশের কিছু অংশে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি এখনো পরিলক্ষিত হচ্ছে। তবে খার্তুম এবং পার্শ্ববর্তী ওমদুরমানে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুখে থাকা সুদানের সাবেক এক রাজনীতিবিদ কারাগার থেকে পালিয়েছেন। রাজধানী খার্তুমের কোবের কারাগার ভেঙে বন্দী পালানোর খবরের মধ্যে বিবিসিকে তিনি বলেছেন, তাঁর সঙ্গে বেশ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তাও এখন আর কারাগারে নেই।
আহমদ হারুন নামে ওই রাজনীতিবিদ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি ছিলেন। এই সপ্তাহের শুরুতে তিনি কারাগার থেকে পালান। সেখানে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সাজা ভোগ করছিলেন।
সুদানের তৈয়বা টেলিভিশনে হারুনকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, হারুন ও অন্যান্য বন্দীরা যারা বশিরের অধীনে কাজ করেছিলেন, তাঁরা কারাগার থেকে বের হয়েছেন। তবে ‘বিচার শুরু হলে তিনি আদালতে হাজির হতে প্রস্তুত’ বলে প্রতিবেদনে বলা হয়।
সুদানে ক্ষমতা দখলের লড়াইয়ে থাকা দুই জেনারেল তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তবে এই প্রতিশ্রুতি শান্তি বয়ে আনতে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিবিসির।
১৫ এপ্রিল থেকে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী ও আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতির নেতৃত্বে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে এই লড়াই চলছে।
গণবিক্ষোভের মুখে সামরিক বাহিনীর হস্তক্ষেপে ২০১৯ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন বশির। পরে দুর্নীতির দায়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে বলছে, ৭৯ বছর বয়সী বশির একটি সামরিক হাসপাতালেও বেশ কিছু দিন কাটিয়েছিলেন। সুদানে লড়াই শুরু হওয়ার আগে তাঁকে আবার সেখানে স্থানান্তর করা হয়েছিল। সুদানের দারফুর অঞ্চলে গণহত্যা ও ধর্ষণে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আইসিসি তাঁকে অভিযুক্ত করেছে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
সামরিক অভ্যুত্থানের সময় ২০১৯ সালে বশিরকে যে বছর গ্রেপ্তার করা হয় সে বছরই হারুনকে গ্রেপ্তার করা হয়। তিনিও একই অভিযোগে অভিযুক্ত হন। বশিরের মতো তিনিও তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তখন থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয় এবং বেশ কয়েকবার অভ্যুত্থানের চেষ্টা হয়।
সুদানে চলমান সংঘাতে ৪৫৯ জন নিহত হয়েছেন। আহত ৩ হাজার ৭০০ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সংঘাতের কারণে সুদান থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে জোর তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ। দুই পক্ষের মধ্যে লড়াইয়ে দেশটিতে একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অনেক স্থানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সুদানে জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস বর্তমানে সুদানে অবস্থান করছেন। তিনি বলেছেন, দেখে মনে হচ্ছে দেশের কিছু অংশে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি এখনো পরিলক্ষিত হচ্ছে। তবে খার্তুম এবং পার্শ্ববর্তী ওমদুরমানে গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ছাড়ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ দম্পতি, নোবেলজয়ী এস্থার দুফলো ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ছেড়ে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। আগামী বছর জুলাই থেকে তাঁরা জুরিখের অর্থনীতি অনুষদে কাজ শুরু করবেন।
২ ঘণ্টা আগেপাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ১৯টি চৌকি দখল করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
৩ ঘণ্টা আগেগাজা সংকট নিয়ে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সেই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির পর গতকাল শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে।
৫ ঘণ্টা আগে