Ajker Patrika

সেনেগালের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪৮

সেনেগালের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪৮

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তরাঞ্চলীয় উপকূলে নৌকাডুবিতে ৪৮ জন নিখোঁজ হয়েছেন। ৬০ জন যাত্রী নিয়ে অবৈধ পথে স্পেনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সমুদ্র ও সেনেগাল নদীর মোহনা থেকে ৩৫ কিলোমিটার দূরে গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে জীবিত ও ১ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। নৌবাহিনীর বরাত দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, জীবিত ১১ জনের মধ্যে ৮ জন সেনেগাল ও ৩ জন প্রতিবেশী দেশ গাম্বিয়ার নাগরিক।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পশ্চিম আফ্রিকা উপকূল থেকে স্পেনে অবৈধ অভিবাসী প্রবেশের রেওয়াজ বহু বছরের। তবে বরাবরের চেয়ে চলতি বছর এ অনুপ্রবেশ অনেক বেড়ে বেড়ে গেছে।

স্পেনের সরকারি তথ্য অনুযায়ী ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন ৭ হাজার ৫৩১ জন অবৈধ অভিবাসী। ২০২০ সালের প্রথম ৭ মাসের তুলনায় এ হার ১৩৬ শতাংশ বেশি। এর আগে আগস্টে, পশ্চিম সাহারা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় একটি দুর্ঘটনায় তিন নাবালকসহ ৪৭ জন মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত