Ajker Patrika

ইথিওপিয়ায় বিদ্রোহীদের হামলায় শতাধিক নিহত

ইথিওপিয়ায় বিদ্রোহীদের হামলায় শতাধিক নিহত

ইথিওপিয়ার ওরোমো অঞ্চলে বিদ্রোহী ওরোমো লিবারেশন আর্মির হামলায় শতাধিক সাধারণ মানুষ নিহত হয়েছে। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো প্রত্যক্ষদর্শী নিহতের সংখ্যা দুই শতাধিক বলে জানিয়েছেন। হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই আমহারা জাতিগোষ্ঠীর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই হামলার জন্য দায়ী ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ)। 

শনিবারের ভয়ংকর হামলা থেকে বেঁচে ফেরা গিম্বি কাউন্টির বাসিন্দা আব্দুল-সইদ তাহির বার্তা সংস্থা এপি নিউজকে বলেন, ‘আমি ২৩০টি মরদেহ দেখেছি। আমার জীবনে এত সাধারণ মানুষকে একসঙ্গে হত্যা করার ঘটনা দেখিনি।’ 

আব্দুল-সইদ তাহির আরও বলেন, ‘আমরা নিহতদের গণকবরে দাফন করছি এবং আমরা এখনো মরদেহ সংগ্রহ করছি। ফেডারেল সেনা ইউনিট এখন এসেছে। কিন্তু আমরা আশঙ্কা করছি তারা চলে গেলে ফের বিদ্রোহীরা হামলা চলতে পারে।’ 

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী শাম্বেল বলেন, ‘জাতিগতভাবে আমহারা সম্প্রদায় যারা প্রায় ৩০ বছর আগে পুনর্বাসন কর্মসূচিতে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল তাঁদের এখন মুরগির মতো মেরে ফেলা হচ্ছে।’ 

অপর এক প্রত্যক্ষদর্শী আবদু হাসান বলেন, ‘আমার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। আমি শুনেছি তিন শ জনের মরদেহ পাওয়া গেছে। এখনো দুটি গ্রামে মরদেহ উদ্ধার করা হয়নি। নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।’ 

এদিকে হামলার দায় অস্বীকার করে ওএলএর মুখপাত্র ওদা তারবি এক টুইট বার্তায় বলেছেন, ‘আবি আহমেদের সরকার ওএলএর ওপর দোষ চাপাচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত