Ajker Patrika

বিয়ের আধা ঘণ্টা পরই স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু 

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ২৩: ০৪
বিয়ের আধা ঘণ্টা পরই স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু 

বিয়ের আধা ঘণ্টা পরই স্বামীর কোলে মারা গেলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে মিসরের দক্ষিণাঞ্চলীয় রেডা গ্রামে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নাদিয়া তাহা মাধি নামের ওই তরুণী বিয়ের আধা ঘণ্টা পরই হার্ট অ্যাটাকের পর স্বামীর কোলে ঢলে পড়ে যান। এ সময় তাঁর বিয়ের পোশাকই পরা ছিল।

মেয়েটির শোকার্ত বাবা প্রথমে বিশ্বাস করতে পারেননি যখন তাকে বলা হয় যে তাঁর মেয়ে মারা গেছে। তিনি বলেন, আমার মেয়ে তার বিয়ের পার্টিতে আনন্দিত ছিল যেখানে সে তার বোনদের সঙ্গে নাচছিল এবং তার অতিথিদের আনন্দের সঙ্গে গ্রহণ করেছিল।

ওই কনের বাবা আরও বলেন, বিয়ের পর বাড়ি ফেরার পর ৩০ মিনিট পরই জানতে পারি আমার মেয়ে মারা গেছে।

 শোকাহত বাবা তাঁর মেয়েকে বিয়ের পোশাকে দাফন করেন। পরে তিনি বলেন, আমি এখনো একটি ধাক্কার মধ্যে আছি কারণ আমি বুঝতে পারছি না কী ঘটেছে কিন্তু আমার কাছে শুধু তার জন্য প্রার্থনা। আল্লাহ আমাদেরকে জান্নাতে তাঁর সঙ্গে পুনরায় মিলিত করুন এবং এই ক্ষতি সহ্য করার সাহস ও ধৈর্য দান করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত