Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৭৩

দক্ষিণ আফ্রিকার বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৭৩

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৭৩ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অনেকে। মধ্য জোহানেসবার্গের এ এলাকায় শত শত অস্থায়ী বসতি রয়েছে। 

মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন এখন নিভিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি পরিষেবা পুনসংযোগের কাজ চলছে। 

শহরের জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। জোহানেসবার্গ সিটি করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে বলেছে, শহরের ডেলভারস অ্যান্ড আলবার্ট স্ট্রিটের সিবিডি কর্নার নামে একটি ভবনে আগুন লাগে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, ভবনটির নিচতলা কমলা রঙের শিখায় ভরে গেছে। পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন। ভবনটির চারপাশে বিপুলসংখ্যক মানুষ ছোটাছুটি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত