Ajker Patrika

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভ, নিহত ১৫

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১২: ৩৪
কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভ, নিহত ১৫

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়েছে জাতিসংঘবিরোধী বিক্ষোভ। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বিক্ষোভে জাতিসংঘের শান্তিরক্ষীসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। 

আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘবিরোধী আন্দোলনের দ্বিতীয় দিনে এসে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে হতাহতের এ ঘটনা ঘটে। কঙ্গোর সশস্ত্র দলগুলোকে নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে গত সোমবার উত্তর কিভু প্রদেশের গোমা শহরের রাস্তায় নেমে আসে মানুষ। মঙ্গলবার আন্দোলন ছড়িয়ে পড়ে বেনি ও বুতেম্বতে। 

সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, গোমায় পাঁচজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশপ্রধান কর্নেল পল এনগোমা বলেছেন, বুতেম্বতে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বেসামরিক নাগরিক, জাতিসংঘের দুই পুলিশ সদস্য ও এক শান্তিরক্ষী রয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর ‘সতর্কতামূলক গুলি’ ছোড়ে নিরাপত্তা বাহিনী।

জাতিসংঘ বিরোধী বিক্ষোভ উত্তাল মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোএক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, বিক্ষোভকারীরা কঙ্গোর পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এ ছাড়া বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করে। ব্যাপক ভাঙচুর করে লুটপাট চালায়।

সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল। কঙ্গোর কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত করতে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।’ 

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখনো বেশ অস্থিতিশীল। জাতিসংঘের বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত