ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ৪ পুলিশ সদস্য। দেশটির সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কমপাউরি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়িরগোউ শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়িরগোউ শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
কমপাউরি আরও বলেন, ‘হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে সম্মিলিত অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।’ এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর একের পর এক হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।
দেশটিতে এখন পর্যন্ত উগ্রবাদী এসব গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৫ সালে দেশটির উত্তরে অবস্থিত মালি সীমান্তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর সারা দেশেই একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকটের।
এর আগে চলতি বছরের জুনে দেশটির উত্তরাঞ্চলের সলহান গ্রামে হামলা চালিয়ে ১৩৮ জনকে হত্যা করা হয়। যদিও স্থানীয় সূত্রে মৃত্যুর সংখ্যা ১৬০ বলে জানানো হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে সহিংসতায় ১২ লাখ মানুষ তাঁদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ৪ পুলিশ সদস্য। দেশটির সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কমপাউরি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়িরগোউ শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়িরগোউ শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
কমপাউরি আরও বলেন, ‘হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে সম্মিলিত অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।’ এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর একের পর এক হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।
দেশটিতে এখন পর্যন্ত উগ্রবাদী এসব গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৫ সালে দেশটির উত্তরে অবস্থিত মালি সীমান্তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর সারা দেশেই একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকটের।
এর আগে চলতি বছরের জুনে দেশটির উত্তরাঞ্চলের সলহান গ্রামে হামলা চালিয়ে ১৩৮ জনকে হত্যা করা হয়। যদিও স্থানীয় সূত্রে মৃত্যুর সংখ্যা ১৬০ বলে জানানো হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে সহিংসতায় ১২ লাখ মানুষ তাঁদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
১১ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে