Ajker Patrika

সুদানে সেনাবাহিনীর গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত, আহত শতাধিক

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩: ৩২
সুদানে সেনাবাহিনীর গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত, আহত শতাধিক

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল এবং জরুরি অবস্থা জারির পর সুদানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর গুলিতে সাতজন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের রাজধানী খার্তুমে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। গতকাল সোমবার সকালে সামরিক বাহিনীর একদল সদস্য সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করে। এ ছাড়া দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্য, মন্ত্রীসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই মূলত বিক্ষোভের শুরু হয়। 

সুদানে সেনাবাহিনীর গুলিতে নিহত ৭সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেছেন, 'দেশ এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে তরুণদের স্বপ্ন ও জাতির আশা-আকাঙ্ক্ষা ভয়াবহ হুমকি ও বিপদের মুখে পড়েছে।' 

সুদানে সামরিক অভ্যুত্থানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে তারা। গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির আহ্বানও জানানো হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত মাসে দেশটিতে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত