Ajker Patrika

বিক্ষোভে উত্তাল সুদান

আপডেট : ০২ জুলাই ২০২২, ১৬: ৪০
বিক্ষোভে উত্তাল সুদান

গত বছরের ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীনদের হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে নিহত হন ৯ জন এবং আহত হন অন্তত ৫০০ জন।

আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণের মধ্যেও শুক্রবার রাজধানী খার্তুমে ফের আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। নির্বিচারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ নিন্দা জানিয়েছে। 

এক প্রতিবেদনে আজ শনিবার এসব তথ্য জানায় আল জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ দমাতে ইন্টারনেট বিকল করে দেওয়া হয়েছে। আন্দোলন যেদিন বড় হয় সেদিনই ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়। 

আল জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, ‘আন্দোলনকারীরা টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে রাজধানী খার্তুমে অবস্থান করছে। তারা সামরিক বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করছে এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে।’ 

উল্লেখ্য, সুদানে চলমান বিক্ষোভে এ পর্যন্ত ১৮ শিশুসহ ১১৩ জন নিহত হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৫ সেনা কর্মকর্তাকে রাখা হতে পারে সাবজেলে

শিশুকে ধর্ষণের পর হত্যা, স্বজনদের সঙ্গে মরদেহ খোঁজেন অভিযুক্ত তরুণ

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না— হুঁশিয়ারি এনসিপি নেতার

ক্ষোভ ঝাড়তে গিয়ে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি—‘কলিজা ছেঁড়া’ মন্তব্যের ব্যাখ্যায় সারজিস

দিনাজপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতা জেলহাজতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত