Ajker Patrika

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০: ৪৫
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন 

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সকাল ৭টা ৩০ মিনিটে কেপটাউনে অবস্থিত পার্লামেন্ট ভবনটিতে আগুন লাগে। 

কেপটাউন শহরের দমকলবাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ছাদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে নেই এবং ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। 

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট হাউস তিনটি ভবনের সমন্বয়ে গঠিত। এই পার্লামেন্টের মূল ভবনটি নির্মিত হয় ১৮৮৪ সালে। নতুন ভবনগুলো ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত