নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) বোলা আহমেদ তিনুবু। গত ২৫ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বুধবার (১ মার্চ) তিনুবুকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
লাগোসের সাবেক গভর্নর তিনুবু প্রায় ৮৮ লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রার্থী আতিকু আবুবকর ৬৯ লাখের বেশি ভোট পেয়েছেন। যদিও ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তিনুবুকে জয়ী ঘোষণার আগেই পিডিপি ও লেবার পার্টিসহ বিরোধী দলগুলো ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফের নির্বাচন দেওয়ার দাবি জানায়।
রাজনৈতিক ‘গডফাদার’ হিসেবে পরিচিত বোলা আহমেদ তিনুবু বেশ প্রভাবশালী প্রার্থী। নাইজেরিয়ার ধনী রাজনীতিকদের মধ্যে অন্যতম তিনি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট হওয়ার উচ্চাভিলাষের বিষয়ে প্রকাশ্যে বলতেন। এই বিজয়ের মাধ্যমে আফ্রিকার সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক দেশটির প্রেসিডেন্ট হওয়ার তিনুবুর দীর্ঘ দিনের স্বপ্ন সত্য হলো।
নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের অধিবাসী বোলা আহমেদ তিনুবুর বয়স ৭০ বছর। অত্যন্ত ধনী এই রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। নির্বাচনের আগে তাঁর প্রচারের কেন্দ্রে ছিল দেশের সবচেয়ে বড় শহর লাগোস পুনর্গঠনে মেয়র হিসেবে ভূমিকার বিষয়টি। তিনি গভর্নর থাকাকালেই লাগোসের ব্যাপক পরিবর্তন ঘটে।
ফল ঘোষণার পর দেওয়া বক্তৃতায় তিনি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হবেন তিনুবু। দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা বুহারির সময়কার অর্থনৈতিক স্থবিরতা এবং নিরাপত্তা ব্যবস্থার অবনতি মোকাবিলা নতুন প্রেসিডেন্টে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) বোলা আহমেদ তিনুবু। গত ২৫ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বুধবার (১ মার্চ) তিনুবুকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
লাগোসের সাবেক গভর্নর তিনুবু প্রায় ৮৮ লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রার্থী আতিকু আবুবকর ৬৯ লাখের বেশি ভোট পেয়েছেন। যদিও ফলাফল প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তিনুবুকে জয়ী ঘোষণার আগেই পিডিপি ও লেবার পার্টিসহ বিরোধী দলগুলো ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফের নির্বাচন দেওয়ার দাবি জানায়।
রাজনৈতিক ‘গডফাদার’ হিসেবে পরিচিত বোলা আহমেদ তিনুবু বেশ প্রভাবশালী প্রার্থী। নাইজেরিয়ার ধনী রাজনীতিকদের মধ্যে অন্যতম তিনি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট হওয়ার উচ্চাভিলাষের বিষয়ে প্রকাশ্যে বলতেন। এই বিজয়ের মাধ্যমে আফ্রিকার সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক দেশটির প্রেসিডেন্ট হওয়ার তিনুবুর দীর্ঘ দিনের স্বপ্ন সত্য হলো।
নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের অধিবাসী বোলা আহমেদ তিনুবুর বয়স ৭০ বছর। অত্যন্ত ধনী এই রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। নির্বাচনের আগে তাঁর প্রচারের কেন্দ্রে ছিল দেশের সবচেয়ে বড় শহর লাগোস পুনর্গঠনে মেয়র হিসেবে ভূমিকার বিষয়টি। তিনি গভর্নর থাকাকালেই লাগোসের ব্যাপক পরিবর্তন ঘটে।
ফল ঘোষণার পর দেওয়া বক্তৃতায় তিনি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হবেন তিনুবু। দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা বুহারির সময়কার অর্থনৈতিক স্থবিরতা এবং নিরাপত্তা ব্যবস্থার অবনতি মোকাবিলা নতুন প্রেসিডেন্টে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান দেবলা বাই দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছটি কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে...
৩৪ মিনিট আগেবর নেই, কনেও নেই, কন্যাদান বা সাতপাকের অনুষ্ঠানেরও কোনো নজির নেই—তবু হচ্ছে বিয়ের উৎসব। আলোকসজ্জা, গান, গাঁদা ফুলের মালা, ঝলমলে পোশাক আর অন্তহীন নাচ-গানই এই উৎসবের প্রধান আকর্ষণ। দিল্লির বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে হায়দরাবাদের ক্লাব—সর্বত্র এ ধরনের ভুয়া বিয়ের উৎসবে মেতেছে ভারতের তরুণ প্রজন্ম।
১ ঘণ্টা আগেআফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। উভয় দেশই দাবি করছে—তারা একে অপরের সীমান্তচৌকি দখল ও ধ্বংস করেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ বলে মনে করা হচ্ছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক (জাতীয়) নেত্রী পূজা শকুন পাণ্ডে। ১৫ দিন পলাতক থাকার পর শুক্রবার রাতে রাজস্থানের ভরতপুর জেলার লোধা বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
৩ ঘণ্টা আগে