মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন আলজেরিয়ার এক ইমাম। পেছনে মুসল্লিদের সারি। এ সময় একটি বিড়াল লাফ দিয়ে উঠতে থাকে ইমামের কাঁধে। তবে ইমাম সাহেব নামাজ পড়ানো থামাননি এবং বিড়ালটিকে নামিয়েও দেননি। তিনি কোরআন তিলওয়াত করে যাচ্ছিলেন এবং বিড়ালটিকেও এক হাত দিয়ে আদর করছিলেন। এমন একটি চোখ আর প্রাণ জুড়ানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।
আলজেরিয়ার বোর্দজ ব্যু অ্যারেরিজ প্রদেশের একটি মসজিদে এ ঘটনা ঘটেছে। এ মসজিদের ইমাম হলেন শায়েখ ওয়ালিদ মেহসাস। গত বুধবার তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশন লিখেছিলেন, ‘এমনকি প্রাণিরাও কুরআনের বাণীর প্রতি শ্রদ্ধাশীল।’ আপলোডের কিছুক্ষণের মধ্যই ভিডিওটি নেটিজেনদের মধ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দুই মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, ইমাম শায়েখ ওয়ালিদ মেহসাস তারাবি পড়াচ্ছিলেন। এর এক মিনিটের মাথায় একটি বিড়াল আশপাশে ঘোরাঘুরির একপর্যায়ে ইমামের গায়ে লাফ দেয়। কিন্তু ইমাম নামাজ চলমান রেখেই বিড়ালটিকে কোলে নিয়ে একটু আদর করেন। এরপর কাঁধে উঠে কিছুক্ষণ ইমামের গালে চুমু দিয়ে ধীরে লাফ দিয়ে নেমে যায় বিড়ালটি। এরপর আশেপাশেই ঘুরতে থাকে।
ভিডিওটিতে প্রায় ৫০ হাজার লাইক পড়েছে ও ১০ হাজারের বেশি মানুষ তা শেয়ার করেছেন। এক ব্যক্তি সেখানে মন্তব্য করেছেন, ‘এত সুন্দর এই ভিডিওটি! আমার চোখে অশ্রু নেমে এসেছে।’
ইমাদ বিজেড নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘মনে হচ্ছিল যেন ইমামের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শোনার জন্যই বিড়ালটি ঘুরঘুর করছিল।’ আরেকজন বলেন, ‘বিড়ালটির প্রতি ইমামের ব্যবহার বড়ই মধুর। একটুও ভুল নেই এখানে। এমনকি বিড়ালকে আদরের ভঙ্গিমাও।’
অপর আরেকজন মন্তব্য করেন, ‘দুজনই বেশ আবেগী আর দয়ালু। সুবহানাল্লাহ।’ আরেকজন লিখেছেন, ‘হৃদয়ে উষ্মা জাগানো ভিডিও এটি।’
মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন আলজেরিয়ার এক ইমাম। পেছনে মুসল্লিদের সারি। এ সময় একটি বিড়াল লাফ দিয়ে উঠতে থাকে ইমামের কাঁধে। তবে ইমাম সাহেব নামাজ পড়ানো থামাননি এবং বিড়ালটিকে নামিয়েও দেননি। তিনি কোরআন তিলওয়াত করে যাচ্ছিলেন এবং বিড়ালটিকেও এক হাত দিয়ে আদর করছিলেন। এমন একটি চোখ আর প্রাণ জুড়ানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।
আলজেরিয়ার বোর্দজ ব্যু অ্যারেরিজ প্রদেশের একটি মসজিদে এ ঘটনা ঘটেছে। এ মসজিদের ইমাম হলেন শায়েখ ওয়ালিদ মেহসাস। গত বুধবার তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশন লিখেছিলেন, ‘এমনকি প্রাণিরাও কুরআনের বাণীর প্রতি শ্রদ্ধাশীল।’ আপলোডের কিছুক্ষণের মধ্যই ভিডিওটি নেটিজেনদের মধ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দুই মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, ইমাম শায়েখ ওয়ালিদ মেহসাস তারাবি পড়াচ্ছিলেন। এর এক মিনিটের মাথায় একটি বিড়াল আশপাশে ঘোরাঘুরির একপর্যায়ে ইমামের গায়ে লাফ দেয়। কিন্তু ইমাম নামাজ চলমান রেখেই বিড়ালটিকে কোলে নিয়ে একটু আদর করেন। এরপর কাঁধে উঠে কিছুক্ষণ ইমামের গালে চুমু দিয়ে ধীরে লাফ দিয়ে নেমে যায় বিড়ালটি। এরপর আশেপাশেই ঘুরতে থাকে।
ভিডিওটিতে প্রায় ৫০ হাজার লাইক পড়েছে ও ১০ হাজারের বেশি মানুষ তা শেয়ার করেছেন। এক ব্যক্তি সেখানে মন্তব্য করেছেন, ‘এত সুন্দর এই ভিডিওটি! আমার চোখে অশ্রু নেমে এসেছে।’
ইমাদ বিজেড নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘মনে হচ্ছিল যেন ইমামের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শোনার জন্যই বিড়ালটি ঘুরঘুর করছিল।’ আরেকজন বলেন, ‘বিড়ালটির প্রতি ইমামের ব্যবহার বড়ই মধুর। একটুও ভুল নেই এখানে। এমনকি বিড়ালকে আদরের ভঙ্গিমাও।’
অপর আরেকজন মন্তব্য করেন, ‘দুজনই বেশ আবেগী আর দয়ালু। সুবহানাল্লাহ।’ আরেকজন লিখেছেন, ‘হৃদয়ে উষ্মা জাগানো ভিডিও এটি।’
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
১ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে