Ajker Patrika

সুদানের ৭ সেনার মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ ইথিওপিয়ার বিরুদ্ধে 

সুদানের ৭ সেনার মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ ইথিওপিয়ার বিরুদ্ধে 

ইথিওপিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সুদানের সামরিক বাহিনীর ৭ সেনা এবং এক বন্দী বেসামরিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ উঠেছে। সুদানের সামরিক বাহিনী স্থানীয় সময় গতকাল রোববার এক বিবৃতিতে এই অভিযোগ করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ইথিওপিয়ার সেনাবাহিনী মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তিদের দেহ জনসাধারণের সামনে প্রদর্শন করেছে। 

সুদানের সামরিক বাহিনী বিবৃতিতে বলেছে, তারা এই ঘটনার উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। 

তবে এ ব্যাপারে ইথিওপিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

ইথিওপিয়ার উত্তরাঞ্চলের তাইগ্রে এবং ‘ব্লু নীল’ নদীর ওপর বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কারণে কয়েক বছরে সুদানের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েছে। 

এতে পূর্ব সুদানে পালিয়ে গেছে কয়েক হাজার শরণার্থী। এ ছাড়া সুদান ও ইথিওপিয়ার সীমান্তবর্তী কৃষিজমি এলাকায় সামরিক সংঘর্ষও হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৫ সেনা কর্মকর্তাকে রাখা হতে পারে সাবজেলে

শিশুকে ধর্ষণের পর হত্যা, স্বজনদের সঙ্গে মরদেহ খোঁজেন অভিযুক্ত তরুণ

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না— হুঁশিয়ারি এনসিপি নেতার

ক্ষোভ ঝাড়তে গিয়ে উপমা ব্যবহার করেছি, সেটা উচিত হয়নি—‘কলিজা ছেঁড়া’ মন্তব্যের ব্যাখ্যায় সারজিস

দিনাজপুরে হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতা জেলহাজতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত