আলমগীর আলম
আমাদের লোকজ ও আয়ুর্বেদ মতে, বর্ষাকালে শাক খাওয়া নিষেধ বা সীমিত করতে বলা হয়। বর্তমান এআই যুগে লোকজজ্ঞান কতটা গুরুত্ব পাবে, সেটা ঋতুচর্যা বা ঋতু অনুযায়ী জীবনযাপন, শাকের প্রকৃতি এবং বর্ষাকালে খাদ্যাভ্যাসের নির্দেশনা বিশ্লেষণ করলে বোঝা যাবে।
বর্ষাকাল ও শরীরের অবস্থা
আয়ুর্বেদে বছরকে ছয় ঋতুতে ভাগ করা হয়। বর্ষাকাল হলো তার একটি। এই সময় প্রকৃতির পরিবর্তন শরীরের ত্রিদোষের (বাত, পিত্ত, কফ) ভারসাম্যের ওপর প্রভাব ফেলে।
বাত ও কফ দোষের প্রভাব: বর্ষাকালে আর্দ্রতা, শীতলতা এবং মেঘলা আবহাওয়ার কারণে বাতের দোষ বাড়ে। একই সঙ্গে, পূর্ববর্তী গ্রীষ্মকালে দুর্বল হয়ে যাওয়া পিত্ত দোষ এই সময়ে জমা হয় এবং কফ দোষ আর্দ্র পরিবেশের কারণে সক্রিয় হতে পারে। ফলে শরীরে হজমশক্তি (অগ্নি) দুর্বল হয়, যাকে আয়ুর্বেদে অগ্নিমান্দ্য বলা হয়।
শাকের প্রভাব: পাতাভর্তি শাকসবজি, যেমন পালংশাক, মেথিশাক, লালশাক, পুঁইশাক ইত্যাদি সাধারণত শীতল, আর্দ্র ও ভারী গুণসম্পন্ন। এগুলো কফ ও বাতের দোষকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা বর্ষাকালে শরীরের জন্য মোটেই উপযুক্ত নয়।
পরিবেশগত প্রভাব: বর্ষাকালে বৃষ্টির পানি, মাটির আর্দ্রতা এবং কম সূর্যালোকের কারণে শাকসবজিতে পোকামাকড়, ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এসব শাক কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে আমাশয়, ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে।
শাক খাওয়া নিষেধের কারণ
শাক খাওয়া নিষেধের পেছনে কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে, যা বর্ষাকালের প্রকৃতি ও শরীরের সঙ্গে সম্পর্কিত। সেগুলো হলো—
হজমশক্তির দুর্বলতা: বর্ষাকালে জঠরাগ্নি বা পাচনশক্তি কমে যায়। শাক, বিশেষ করে কাঁচা শাক হজম করতে বেশি শক্তির প্রয়োজন হয়। এটি শরীরে আম বা বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে, যা পেট ফাঁপা, গ্যাস, অম্লতা বা অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।
শাকের গুণাগুণ: খাবারের গুণ বা প্রকৃতি বিবেচনা করা হয়। শাকসবজি সাধারণত শীতল, আর্দ্র এবং কখনো কখনো তিক্ত বা কষায় রসযুক্ত হয়। এগুলো বর্ষাকালে শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে, বিশেষ করে যদি কফ বা বাতের দোষ প্রবল থাকে।
সংক্রমণের ঝুঁকি: বর্ষাকালে শাকসবজি সঠিকভাবে পরিষ্কার না করলে তাতে জীবাণু বা পরজীবী থাকতে পারে। আয়ুর্বেদে এ ধরনের খাবারকে দুষ্ট ভোজন বলা হয়। এ ধরনের খাবার রোগের কারণ হতে পারে।
প্রকৃতির ভারসাম্য: আয়ুর্বেদে খাবারের সঙ্গে ঋতুর সম্পর্ক গুরুত্বপূর্ণ। বর্ষাকালে শরীরকে উষ্ণ, হালকা রাখে এবং সহজে হজম হয়, তেমন খাবার দিয়ে ভারসাম্য রাখতে হয়। শাক এই ভারসাম্যের বিপরীত প্রভাব ফেলতে পারে।
এড়িয়ে চলতে হবে যেসব খাবার
আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ
লেখক: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
আমাদের লোকজ ও আয়ুর্বেদ মতে, বর্ষাকালে শাক খাওয়া নিষেধ বা সীমিত করতে বলা হয়। বর্তমান এআই যুগে লোকজজ্ঞান কতটা গুরুত্ব পাবে, সেটা ঋতুচর্যা বা ঋতু অনুযায়ী জীবনযাপন, শাকের প্রকৃতি এবং বর্ষাকালে খাদ্যাভ্যাসের নির্দেশনা বিশ্লেষণ করলে বোঝা যাবে।
বর্ষাকাল ও শরীরের অবস্থা
আয়ুর্বেদে বছরকে ছয় ঋতুতে ভাগ করা হয়। বর্ষাকাল হলো তার একটি। এই সময় প্রকৃতির পরিবর্তন শরীরের ত্রিদোষের (বাত, পিত্ত, কফ) ভারসাম্যের ওপর প্রভাব ফেলে।
বাত ও কফ দোষের প্রভাব: বর্ষাকালে আর্দ্রতা, শীতলতা এবং মেঘলা আবহাওয়ার কারণে বাতের দোষ বাড়ে। একই সঙ্গে, পূর্ববর্তী গ্রীষ্মকালে দুর্বল হয়ে যাওয়া পিত্ত দোষ এই সময়ে জমা হয় এবং কফ দোষ আর্দ্র পরিবেশের কারণে সক্রিয় হতে পারে। ফলে শরীরে হজমশক্তি (অগ্নি) দুর্বল হয়, যাকে আয়ুর্বেদে অগ্নিমান্দ্য বলা হয়।
শাকের প্রভাব: পাতাভর্তি শাকসবজি, যেমন পালংশাক, মেথিশাক, লালশাক, পুঁইশাক ইত্যাদি সাধারণত শীতল, আর্দ্র ও ভারী গুণসম্পন্ন। এগুলো কফ ও বাতের দোষকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা বর্ষাকালে শরীরের জন্য মোটেই উপযুক্ত নয়।
পরিবেশগত প্রভাব: বর্ষাকালে বৃষ্টির পানি, মাটির আর্দ্রতা এবং কম সূর্যালোকের কারণে শাকসবজিতে পোকামাকড়, ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। এসব শাক কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে আমাশয়, ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে।
শাক খাওয়া নিষেধের কারণ
শাক খাওয়া নিষেধের পেছনে কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে, যা বর্ষাকালের প্রকৃতি ও শরীরের সঙ্গে সম্পর্কিত। সেগুলো হলো—
হজমশক্তির দুর্বলতা: বর্ষাকালে জঠরাগ্নি বা পাচনশক্তি কমে যায়। শাক, বিশেষ করে কাঁচা শাক হজম করতে বেশি শক্তির প্রয়োজন হয়। এটি শরীরে আম বা বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে, যা পেট ফাঁপা, গ্যাস, অম্লতা বা অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।
শাকের গুণাগুণ: খাবারের গুণ বা প্রকৃতি বিবেচনা করা হয়। শাকসবজি সাধারণত শীতল, আর্দ্র এবং কখনো কখনো তিক্ত বা কষায় রসযুক্ত হয়। এগুলো বর্ষাকালে শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে, বিশেষ করে যদি কফ বা বাতের দোষ প্রবল থাকে।
সংক্রমণের ঝুঁকি: বর্ষাকালে শাকসবজি সঠিকভাবে পরিষ্কার না করলে তাতে জীবাণু বা পরজীবী থাকতে পারে। আয়ুর্বেদে এ ধরনের খাবারকে দুষ্ট ভোজন বলা হয়। এ ধরনের খাবার রোগের কারণ হতে পারে।
প্রকৃতির ভারসাম্য: আয়ুর্বেদে খাবারের সঙ্গে ঋতুর সম্পর্ক গুরুত্বপূর্ণ। বর্ষাকালে শরীরকে উষ্ণ, হালকা রাখে এবং সহজে হজম হয়, তেমন খাবার দিয়ে ভারসাম্য রাখতে হয়। শাক এই ভারসাম্যের বিপরীত প্রভাব ফেলতে পারে।
এড়িয়ে চলতে হবে যেসব খাবার
আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ
লেখক: খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র
বিশ্বের অন্যতম নিষ্ঠুর ও ধ্বংসাত্মক স্নায়বিক অসুখ হান্টিংটন রোগের প্রথম সফল চিকিৎসার ঘোষণা দিলেন চিকিৎসকেরা। এই রোগ বংশানুক্রমে এবং পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পড়ে। এটি মস্তিষ্কের কোষ ধ্বংস করে এবং একই সঙ্গে ডিমেনশিয়া, পারকিনসন ও মোটর নিউরন রোগের মতো উপসর্গ তৈরি করে।
২ দিন আগেডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। সবাই ঢাকার হাসপাতালে মারা গেছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
২ দিন আগেএডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস দেশের জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিকে এর বিস্তার মূলত নগরাঞ্চলে সীমাবদ্ধ থাকলেও গত পাঁচ বছরে কম-বেশি দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী গণপরিসরে কার্যকর প্রতিষেধক না থাকায় রোগী ও মৃত্যুহার কমানোর...
৩ দিন আগেদেশে বর্তমানে যেসব ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে, তাদের বেশির ভাগের মৃত্যুর কারণ শক সিনড্রোম। এসব রোগীর অর্ধেকের বেশি মারা যাচ্ছে হাসপাতালে ভর্তির এক দিনের মধ্যে। দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ সোমবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর...
৪ দিন আগে