ডা. জাহেদ পাভেজ
মেছতা বা মেলাসমা নারীদের বেশি হয়। এর ফলে মুখে কালো দাগ দেখা দেয়। মুখে এসব নিয়ে বাইরে চলাফেরায় বিব্রত হতে হয়। পরিমাণে কম হলেও পুরুষদের মেছতা হয়। পুরুষদের মেছতার সঙ্গে সূর্যের আলোর সম্পর্ক রয়েছে।
মেছতা সাধারণত নাকের দুই পাশে হয়ে থাকে। এটি হলে কালো দাগ স্পষ্ট দেখা যায়। একাধিক কারণে মেছতা হতে পারে। যেমন মেয়েদের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া বা সন্তান প্রসবের পর এটি হতে পারে। তবে নারী-পুরুষ উভয়ের সূর্যের আলোর কারণে হতে পারে। ছোটখাটো আরও কিছু কারণে মেছতা হলেও প্রধানত দায়ী এ তিনটি কারণ।
পুরুষেরা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বেশি থাকেন বলে তাঁদের ত্বকে সূর্যের আলো বেশি পড়ে। ত্বক সূর্যের তাপ শোষণে যোগ্য না হলে একটি নির্দিষ্ট জায়গা কালো হয়ে যায়। সাধারণত মেছতা বংশগতভাবে হয় না। তবে মায়ের ওয়াইর স্কিন থাকলে মেয়েও তা পেতে পারে। সে ক্ষেত্রে ত্বকের মান খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের আলোর ক্ষেত্রে একেকজনের ত্বক একেকভাবে সাড়া দেয়। যেমন ফরসা ত্বক যেভাবে সাড়া দেয়; কালো ত্বকে ভিন্ন সাড়া মেলে। আবার মিশ্র ত্বক আরেকভাবে সাড়া দেয়। ত্বকের মানের ভিত্তিতে কালো দাগগুলো দৃশ্যমান হয়।
মেছতা দুই রকম হতে পারে। এর একটি হলো এপিডার্মাল হাইপার প্রিভেনশন সুপার ফেসিয়াল, অন্যটি ডার্মাল হাইপার প্রিভেনশন। একটি বিশেষ লাইট দিয়ে মেছতা কোন শ্রেণির, তা সহজেই দেখা সম্ভব। এপিডার্মাল সুপার ফেসিয়াল হলে সঠিকভাবে একটি সানব্লক ব্যবহার করা যায়, যাতে অতিবেগুনি রশ্মির কারণে এটা হতে না পারে। বাইরে বের হওয়ার আগে সানব্লকটি ব্যবহার করতে হবে। রাতে ফিরে যেকোনো একটি ব্লিচিং এজেন্ট ব্যবহার করে পরিষ্কার করে নিলেই চলবে।
ডা. জাহেদ পাভেজ, সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও চুলরোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
মেছতা বা মেলাসমা নারীদের বেশি হয়। এর ফলে মুখে কালো দাগ দেখা দেয়। মুখে এসব নিয়ে বাইরে চলাফেরায় বিব্রত হতে হয়। পরিমাণে কম হলেও পুরুষদের মেছতা হয়। পুরুষদের মেছতার সঙ্গে সূর্যের আলোর সম্পর্ক রয়েছে।
মেছতা সাধারণত নাকের দুই পাশে হয়ে থাকে। এটি হলে কালো দাগ স্পষ্ট দেখা যায়। একাধিক কারণে মেছতা হতে পারে। যেমন মেয়েদের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া বা সন্তান প্রসবের পর এটি হতে পারে। তবে নারী-পুরুষ উভয়ের সূর্যের আলোর কারণে হতে পারে। ছোটখাটো আরও কিছু কারণে মেছতা হলেও প্রধানত দায়ী এ তিনটি কারণ।
পুরুষেরা বিভিন্ন কাজের জন্য বাড়ির বাইরে বেশি থাকেন বলে তাঁদের ত্বকে সূর্যের আলো বেশি পড়ে। ত্বক সূর্যের তাপ শোষণে যোগ্য না হলে একটি নির্দিষ্ট জায়গা কালো হয়ে যায়। সাধারণত মেছতা বংশগতভাবে হয় না। তবে মায়ের ওয়াইর স্কিন থাকলে মেয়েও তা পেতে পারে। সে ক্ষেত্রে ত্বকের মান খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের আলোর ক্ষেত্রে একেকজনের ত্বক একেকভাবে সাড়া দেয়। যেমন ফরসা ত্বক যেভাবে সাড়া দেয়; কালো ত্বকে ভিন্ন সাড়া মেলে। আবার মিশ্র ত্বক আরেকভাবে সাড়া দেয়। ত্বকের মানের ভিত্তিতে কালো দাগগুলো দৃশ্যমান হয়।
মেছতা দুই রকম হতে পারে। এর একটি হলো এপিডার্মাল হাইপার প্রিভেনশন সুপার ফেসিয়াল, অন্যটি ডার্মাল হাইপার প্রিভেনশন। একটি বিশেষ লাইট দিয়ে মেছতা কোন শ্রেণির, তা সহজেই দেখা সম্ভব। এপিডার্মাল সুপার ফেসিয়াল হলে সঠিকভাবে একটি সানব্লক ব্যবহার করা যায়, যাতে অতিবেগুনি রশ্মির কারণে এটা হতে না পারে। বাইরে বের হওয়ার আগে সানব্লকটি ব্যবহার করতে হবে। রাতে ফিরে যেকোনো একটি ব্লিচিং এজেন্ট ব্যবহার করে পরিষ্কার করে নিলেই চলবে।
ডা. জাহেদ পাভেজ, সহকারী অধ্যাপক, চর্ম, যৌন ও চুলরোগ বিশেষজ্ঞ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অনুমোদিত করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩৪ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা এ তথ্য আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১ দিন আগেঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ) নামের সমস্যায় ভোগেন বিশ্বের বহু মানুষ। তবে নিয়মিত শঙ্খ বাজালে এ সমস্যা কমে যেতে পারে বলে দাবি করছেন গবেষকেরা।
২ দিন আগে