Ajker Patrika

ফেস শিল্ড ও সেফটি গগলস ব্যবহারের নিয়ম

ফেস শিল্ড ও সেফটি গগলস ব্যবহারের নিয়ম

ঢাকা: স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুইপমেন্ট বা পিপিই ঢাল হিসেবে কাজ করে। তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন। তাই পিপিই–এর প্রয়োজনটা তাঁদের বেশি থাকে।

গত বছর অনেক সাধারণ মানুষও করোনাভাইরাসের আতঙ্কে পিপিই পরে চলাচল করেছেন। এ বছর সাধারণ মানুষের মধ্যে এর ব্যবহার কম দেখা গেছে। পিপিইর একটি অংশ হলো ফেস শিল্ড। এটি মাস্কের মতো আঁটোসাটো নয়। ফলে চশমা পরলেও ফেস শিল্ড ঝাপসা হয় না। মাস্ক ও ফেস শিল্ড একসঙ্গে পরলে নিজেকে কিছুটা বেশি সুরক্ষিত রাখা যায়। তবে মাস্কের বিকল্প নয় ফেস শিল্ড।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ভুবনেশ্বরের এক গবেষণায় বলা হয়েছে, ফেস শিল্ড করোনাভাইরাস ঠেকাতে সক্ষম নয়। এর সঙ্গে অবশ্যই মাস্ক পরতে হবে। তবে সার্জিক্যাল মাস্ক পরতে নিরুৎসাহিত করে এর সঙ্গে এন–৯৫ বা কাপড়ের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যবহারের নিয়ম
ফেস শিল্ড দুই ধরনের হয়। ডিসপোজেবল ফেস শিল্ড একবারই ব্যবহার করা যাবে। এর পর ফেলে দিতে হবে। পুনরায় ব্যবহারযোগ্য হলে নষ্ট না হওয়া পর্যন্ত চালানো যাবে। তবে প্রতিদিন ব্যবহার শেষে পরিষ্কার করতে হবে।

যেভাবে পরিষ্কার করবেন—
• প্রতিদিন ব্যবহার শেষে প্লাস্টিকের প্রোটেক্টটিভ প্যানেলটি পানিতে ডোবাতে হবে।
• পাতলা একটি কাপড়ে সাবান লাগিয়ে পরিষ্কার করতে হবে।
• পানি ঝরিয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছতে হবে।
• পেপার টাওয়েল দিয়ে মোছা যাবে না।
• চাইলে ডিসইনফ্যাক্ট্যান্ট বা স্যানিটাইজার দিয়েও ফেসশিল্ডটি পরিস্কার করা যাবে।

সেফটি গগলস
নাক বা মুখ থেকে বের হওয়া ড্রপলেট ঠেকাতে মাস্কই যথেষ্ট। কিন্তু চোখকে রক্ষা করতে হলে চশমা প্রয়োজন। চোখে যাতে ভাইরাস প্রবেশ করতে না পারে, তা নিশ্চিতে বিশেষ ধরনের বাঁকানো চশমা বা সেফটি গগলস পরা যেতে পারে। চশমার দুই পাশ ফাঁকা থাকে। কিন্তু বাঁকানো চশমার ভেতর দিয়ে চোখে আঙুলও দেওয়া যায় না। ফলে ভাইরাসও এর ভেতর দিয়ে চোখে প্রবেশ করতে পারে না।

সেফটি গগলস পরিষ্কার করতে সাবান-পানির প্রয়োজন নেই। ওয়াইপ দিয়ে ভালো করে মুছে নিলেই চলবে।

সূত্র: ইন্ডিয়া ডটকম, সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন (সিডিসি) ও হেলথ অ্যাসেনশিয়ালস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো ৬ মাসের আগেই চূড়ান্ত করার আশ্বাস

কবরস্থানে রেখে যাওয়া নবজাতক হঠাৎ নড়ে উঠল, হাসপাতালে ভর্তি

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

১২ জেলায় বন্যার শঙ্কা, বৃষ্টি থাকবে কত দিন—জানাল আবহাওয়া অফিস

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চান অধ্যক্ষ, স্ক্রিনশট দিয়ে ব্যানার কলেজ গেটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত