ফ্যাক্টচেক ডেস্ক
বলিউড নায়িকা ক্যাটরিনার ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ভারতের মাজার সফরের দুটি পুরোনো ছবি দিয়ে দাবি করা হয় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ইসলাম গ্রহণ করেছেন।
গত ১৯ মার্চ ফেসবুকে আবু বকর সিদ্দিক নামের আইডি থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের দুটি ছবি দিয়ে এই দাবি করা হয়।
পোস্টে যুক্ত করা ক্যাটরিনার প্রথম ছবিটি ২০১৩ সালে উত্তর প্রদেশে অবস্থিত সলিম চিস্তি দরবার জিয়ারতের সময়ের। নিজের আসন্ন সিনেমার সফলতার জন্যে উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির এই দরগায় ক্যাটরিনা এসেছিলেন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়, এখানে তিনি তাঁর ছবির একটি গান চিত্রায়ন করতে চান। এটা ছিল ওই দরবারে ক্যাটরিনার ৫ম সফর।
পরবর্তীতে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর একই দরবার সফর করেন ক্যাটরিনা কাইফ। মূলত তার সিনেমা 'ফিতুর' এর সাফল্য কামনায় পুনরায় সলিম চিস্তির দরবার সফরে আসেন তিনি। সে সফরের ছবিটিকেও উক্ত পোস্টে যুক্ত করা হয়েছে।
বলিউড তারকা ক্যাটরিনার জন্ম ১৯৮৩ সালে হংকং-এ। ব্রিটেনের ব্যবসায়ী ক্যাটরিনার পিতা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি মুসলিম। তবে তার মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ায় ক্যাটরিনার তাঁর মা’র কাছেই মানুষ হয়েছেন। আরও ৬ জন বোন ও ১ ভাই- কেউই বাবার স্নেহ পাননি বলে নানা সময় আক্ষেপ ঝরেছে ক্যাটরিনার কন্ঠে।
বলিউড নায়িকা ক্যাটরিনার ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি ইসলাম গ্রহণ করেছেন। ভারতের মাজার সফরের দুটি পুরোনো ছবি দিয়ে দাবি করা হয় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ইসলাম গ্রহণ করেছেন।
গত ১৯ মার্চ ফেসবুকে আবু বকর সিদ্দিক নামের আইডি থেকে বলিউড তারকা ক্যাটরিনা কাইফের দুটি ছবি দিয়ে এই দাবি করা হয়।
পোস্টে যুক্ত করা ক্যাটরিনার প্রথম ছবিটি ২০১৩ সালে উত্তর প্রদেশে অবস্থিত সলিম চিস্তি দরবার জিয়ারতের সময়ের। নিজের আসন্ন সিনেমার সফলতার জন্যে উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রির এই দরগায় ক্যাটরিনা এসেছিলেন। ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়, এখানে তিনি তাঁর ছবির একটি গান চিত্রায়ন করতে চান। এটা ছিল ওই দরবারে ক্যাটরিনার ৫ম সফর।
পরবর্তীতে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর একই দরবার সফর করেন ক্যাটরিনা কাইফ। মূলত তার সিনেমা 'ফিতুর' এর সাফল্য কামনায় পুনরায় সলিম চিস্তির দরবার সফরে আসেন তিনি। সে সফরের ছবিটিকেও উক্ত পোস্টে যুক্ত করা হয়েছে।
বলিউড তারকা ক্যাটরিনার জন্ম ১৯৮৩ সালে হংকং-এ। ব্রিটেনের ব্যবসায়ী ক্যাটরিনার পিতা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি মুসলিম। তবে তার মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ায় ক্যাটরিনার তাঁর মা’র কাছেই মানুষ হয়েছেন। আরও ৬ জন বোন ও ১ ভাই- কেউই বাবার স্নেহ পাননি বলে নানা সময় আক্ষেপ ঝরেছে ক্যাটরিনার কন্ঠে।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫