ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।
২ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিও ভারতের ফেসবুক ও টুইটার ব্যবহারকারীদের অনেকেই পোস্ট করে দাবি করছেন, গঙ্গা নদীর পাড়ে আজান দিয়ে নির্জন ওই জায়গাটি দখল করছেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। গঙ্গার তীরে একটি অস্থায়ী বাসস্থান তৈরি করে পরে সেটিকে স্থায়ী আবাসে রূপান্তরিত করাই তাদের লক্ষ্য। অবশ্য হিন্দি ভাষায় লেখা পোস্টগুলোর কোনোটিতেই স্পষ্ট করা হয়নি, ভিডিওতে দেখা যাওয়া এলাকাটি গঙ্গা পাড়ের কোন এলাকায় অবস্থিত।
কেউ কেউ লিখেছেন, পৃথিবীর পরবর্তী যুদ্ধ হবে পানির জন্য, তাই মুসলিমরা পানির তীরেই দখলে নেমেছেন। গঙ্গা নদীর তীর দখলের এই পরিকল্পনার বিষয়ে ভারত সরকারের কোনো ধারণাই নেই।
ফেসবুকের পোস্টগুলো দেখুন এখানে।
টুইটারের পোস্টগুলো দেখুন এখানে।
ফ্যাক্টচেক
ভিডিওটি থেকে আলাদা কয়েকটি ফ্রেমের ক্লিপ নিয়ে গুগল ক্রমের ইনভিড এক্সটেনশন ব্যবহার করে অনুসন্ধান করলে দেখা যায়, ভিডিওটি ডেইলি আজকের নিউজ নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ মে আপলোড করা হয়। ওই ভিডিওর শিরোনামে লেখা হয়, ‘হাঁটুপানিতে দাঁড়িয়েই ঈদের জামাত আদায়। এক অন্যরকম ঈদ পালন করলেন আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার মানুষ।’
ভিডিওর ক্যাপশনের সূত্র ধরে আরও অনুসন্ধান করলে সেসময় প্রকাশিত বেশ কিছু সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ২৫ মে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় খুলনার কয়রা উপজেলার বেশ কয়েকটি গ্রাম।
আম্পানের ফলে ওই উপজেলার ৮০ ভাগ এলাকাই পানিতে তলিয়ে যায়। ঝড়ের তাণ্ডবে ১২১ কিলোমিটার বেড়িবাঁধের ২১টি স্থানে ৪০ কিলোমিটারের বেশি অংশ ভেঙে যায়। ঈদের দিন সকালে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে স্বেচ্ছাশ্রমে অংশ নেন কয়েক হাজার মানুষ। কাজের ফাঁকে বেলা ১১টার দিকে ২ নম্বর কয়রা গ্রামের লোকজন পানিতে দাঁড়িয়েই ঈদের নামাজ আদায় করেন।
যমুনা টিভির ইউটিউব চ্যানেলে একই দিন এ–সংক্রান্ত একটি প্রতিবেদন আপলোড করা হয়। ভারতে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি যে কয়রার ওই ঘটনারই, ওই প্রতিবেদন দেখে সে ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যায়।
সিদ্ধান্ত
ভারতে ভাইরাল হওয়া উসকানিমূলক ভিডিওটি পুরোনো। ২০২০ সালে বাংলাদেশ ও ভারতে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানলে খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষেরা বাঁধ নির্মাণে লেগে পড়েন। ওই কাজের ফাঁকেই ঈদের নামাজ আদায় করেন স্বেচ্ছাসেবীরা।
ভারতে ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন মানুষ হাঁটু পানিতে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন।
২ মিনিট ৬ সেকেন্ডের ওই ভিডিও ভারতের ফেসবুক ও টুইটার ব্যবহারকারীদের অনেকেই পোস্ট করে দাবি করছেন, গঙ্গা নদীর পাড়ে আজান দিয়ে নির্জন ওই জায়গাটি দখল করছেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা। গঙ্গার তীরে একটি অস্থায়ী বাসস্থান তৈরি করে পরে সেটিকে স্থায়ী আবাসে রূপান্তরিত করাই তাদের লক্ষ্য। অবশ্য হিন্দি ভাষায় লেখা পোস্টগুলোর কোনোটিতেই স্পষ্ট করা হয়নি, ভিডিওতে দেখা যাওয়া এলাকাটি গঙ্গা পাড়ের কোন এলাকায় অবস্থিত।
কেউ কেউ লিখেছেন, পৃথিবীর পরবর্তী যুদ্ধ হবে পানির জন্য, তাই মুসলিমরা পানির তীরেই দখলে নেমেছেন। গঙ্গা নদীর তীর দখলের এই পরিকল্পনার বিষয়ে ভারত সরকারের কোনো ধারণাই নেই।
ফেসবুকের পোস্টগুলো দেখুন এখানে।
টুইটারের পোস্টগুলো দেখুন এখানে।
ফ্যাক্টচেক
ভিডিওটি থেকে আলাদা কয়েকটি ফ্রেমের ক্লিপ নিয়ে গুগল ক্রমের ইনভিড এক্সটেনশন ব্যবহার করে অনুসন্ধান করলে দেখা যায়, ভিডিওটি ডেইলি আজকের নিউজ নামে একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ মে আপলোড করা হয়। ওই ভিডিওর শিরোনামে লেখা হয়, ‘হাঁটুপানিতে দাঁড়িয়েই ঈদের জামাত আদায়। এক অন্যরকম ঈদ পালন করলেন আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার মানুষ।’
ভিডিওর ক্যাপশনের সূত্র ধরে আরও অনুসন্ধান করলে সেসময় প্রকাশিত বেশ কিছু সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২০ সালের ২৫ মে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় খুলনার কয়রা উপজেলার বেশ কয়েকটি গ্রাম।
আম্পানের ফলে ওই উপজেলার ৮০ ভাগ এলাকাই পানিতে তলিয়ে যায়। ঝড়ের তাণ্ডবে ১২১ কিলোমিটার বেড়িবাঁধের ২১টি স্থানে ৪০ কিলোমিটারের বেশি অংশ ভেঙে যায়। ঈদের দিন সকালে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে স্বেচ্ছাশ্রমে অংশ নেন কয়েক হাজার মানুষ। কাজের ফাঁকে বেলা ১১টার দিকে ২ নম্বর কয়রা গ্রামের লোকজন পানিতে দাঁড়িয়েই ঈদের নামাজ আদায় করেন।
যমুনা টিভির ইউটিউব চ্যানেলে একই দিন এ–সংক্রান্ত একটি প্রতিবেদন আপলোড করা হয়। ভারতে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি যে কয়রার ওই ঘটনারই, ওই প্রতিবেদন দেখে সে ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যায়।
সিদ্ধান্ত
ভারতে ভাইরাল হওয়া উসকানিমূলক ভিডিওটি পুরোনো। ২০২০ সালে বাংলাদেশ ও ভারতে ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানলে খুলনার কয়রা উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষেরা বাঁধ নির্মাণে লেগে পড়েন। ওই কাজের ফাঁকেই ঈদের নামাজ আদায় করেন স্বেচ্ছাসেবীরা।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৫ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
২১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে