Ajker Patrika

ভিডিও গেমের দৃশ্য ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধের বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ০৩
ভিডিও গেমের দৃশ্য ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধের বলে প্রচার

সম্প্রতি ‘আলহামদুলিল্লাহ ইসরায়েলি কয়েকটি বিমান ধংশ করেছে ফিলিস্তিন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাঁচ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, যুদ্ধবিমান থেকে বিপুল পরিমাণ অস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। প্রায় সব পোস্টে একই ক্যাপশন ব্যবহার করা হয়েছে।

ফেসবুকে অনুসন্ধান করে অন্তত ৫৬টি গ্রুপ ও প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলোতে কয়েক লাখ ফেসবুক ব্যবহারকারী রিঅ্যাকশন দিয়েছে এবং শেয়ার করেছে।

আবার একই ভিডিও ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বলে দাবি করেও পোস্ট করা হয়েছে। 

ফ্যাক্টচেক
রিভার্স সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ‘কমপেয়ার্ড কমপ্যারিজন’ নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পোস্ট করা হয় গত ২৯ জানুয়ারি। ওই ভিডিওর বিবরণী থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি আর্মা-থ্রি নামের একটি ভিডিও গেমের ধারণকৃত অংশ।

উল্লেখ্য, আর্মা-থ্রি সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি ভিডিও গেম। চেক প্রজাতন্ত্রের ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান বোহেমিয়া ইন্টার‍্যাক্টিভস ২০১৩ সালে এটি বাজারজাত করে। গেমটির সিমুলেশন ভিডিওকেই ইসরায়েলের বিমান ধ্বংসের ঘটনা বলে দাবি করা হচ্ছে।

আর্মা-থ্রি সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি ভিডিও গেম। ছবি: সংগৃহীতসিদ্ধান্ত
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি একটি ভিডিও গেম থেকে নেওয়া। আর প্রচারিত তথ্যটিও ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত