ফ্যাক্টচেক ডেস্ক
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের দৌড়ে অংশ নেয়নি অস্ট্রেলিয়া। ফলে এই বিশ্বকাপ আয়োজনের একমাত্র প্রতিযোগী এখন সৌদি আরব। ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সৌদি আরবও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি।
তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্টেডিয়ামের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, সৌদি আরবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কেমন হবে তার ডিজাইন এরই মধ্যে সৌদি সরকার প্রকাশ করেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
২০৩৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের একমাত্র প্রার্থী সৌদি আরব। আগামী বছর আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করতে পারে ফিফা। ফলে অবকাঠামো নির্মাণসহ পুরো আয়োজনের প্রস্তুতি নিতে সৌদি আরব প্রায় ১০ বছর সময় পাবে। দেশটির পক্ষ থেকে স্টেডিয়ামের কোনো ডিজাইন এখনো প্রকাশ করা হয়নি। অন্তত সৌদি আরবসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি ও পেজে প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, কিছু ছবিতে ibrahima 5118 নামটি রয়েছে। এই সূত্র ধরে টিকটকে এই নামে একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। আইডিটিতে আরবি ভাষায় দেওয়া ক্যাপশনে বিভিন্ন ডিজাইনের ১৫টি স্টেডিয়ামের ছবি পাওয়া যায়।
আরবি ভাষায় দেওয়া ক্যাপশনটি গুগল ট্রান্সলেট করলে দেখা যায়, সৌদি আরব হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ২০৩৪ সালের সৌদি ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য স্টেডিয়াম।
এ ছাড়া এই আইডিটি ঘুরে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব এবং স্থাপত্যের ছবিও খুঁজে পাওয়া যায়। অপরদিকে ফিফা থেকে এখনো ২০৩৪ সালের আয়োজক দেশ কে হবে তা নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
সিদ্ধান্ত
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন অবদি ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেনি। তবে এই বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার লড়াইয়ে অংশ নেয়নি অস্ট্রেলিয়া। প্রতিযোগিতায় নাম দেওয়ার শেষ সময় ছিল গত ৩১ অক্টোবর। ফলে ওই আসরের আয়োজক হওয়ার দৌড়ে একমাত্র দেশ এখন সৌদি আরব। আগামী বছর ফিফার পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।
২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম প্রায় নিশ্চিত হলেও দেশটি বিশ্বকাপ ঘিরে স্টেডিয়ামের কোনো তালিকা বা নকশা প্রকাশ করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি প্রচার করে ‘২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কেমন হবে সৌদি আরব তার ডিজাইন প্রকাশ করেছে’ দাবিতে প্রচার করা হচ্ছে।
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের দৌড়ে অংশ নেয়নি অস্ট্রেলিয়া। ফলে এই বিশ্বকাপ আয়োজনের একমাত্র প্রতিযোগী এখন সৌদি আরব। ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সৌদি আরবও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি।
তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্টেডিয়ামের ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, সৌদি আরবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কেমন হবে তার ডিজাইন এরই মধ্যে সৌদি সরকার প্রকাশ করেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ),এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
২০৩৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের একমাত্র প্রার্থী সৌদি আরব। আগামী বছর আনুষ্ঠানিকভাবে আয়োজক দেশের নাম ঘোষণা করতে পারে ফিফা। ফলে অবকাঠামো নির্মাণসহ পুরো আয়োজনের প্রস্তুতি নিতে সৌদি আরব প্রায় ১০ বছর সময় পাবে। দেশটির পক্ষ থেকে স্টেডিয়ামের কোনো ডিজাইন এখনো প্রকাশ করা হয়নি। অন্তত সৌদি আরবসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি ও পেজে প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, কিছু ছবিতে ibrahima 5118 নামটি রয়েছে। এই সূত্র ধরে টিকটকে এই নামে একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। আইডিটিতে আরবি ভাষায় দেওয়া ক্যাপশনে বিভিন্ন ডিজাইনের ১৫টি স্টেডিয়ামের ছবি পাওয়া যায়।
আরবি ভাষায় দেওয়া ক্যাপশনটি গুগল ট্রান্সলেট করলে দেখা যায়, সৌদি আরব হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ২০৩৪ সালের সৌদি ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য স্টেডিয়াম।
এ ছাড়া এই আইডিটি ঘুরে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব এবং স্থাপত্যের ছবিও খুঁজে পাওয়া যায়। অপরদিকে ফিফা থেকে এখনো ২০৩৪ সালের আয়োজক দেশ কে হবে তা নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।
সিদ্ধান্ত
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন অবদি ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেনি। তবে এই বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার লড়াইয়ে অংশ নেয়নি অস্ট্রেলিয়া। প্রতিযোগিতায় নাম দেওয়ার শেষ সময় ছিল গত ৩১ অক্টোবর। ফলে ওই আসরের আয়োজক হওয়ার দৌড়ে একমাত্র দেশ এখন সৌদি আরব। আগামী বছর ফিফার পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।
২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নাম প্রায় নিশ্চিত হলেও দেশটি বিশ্বকাপ ঘিরে স্টেডিয়ামের কোনো তালিকা বা নকশা প্রকাশ করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু ছবি প্রচার করে ‘২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কেমন হবে সৌদি আরব তার ডিজাইন প্রকাশ করেছে’ দাবিতে প্রচার করা হচ্ছে।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
৭ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
২ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
২ দিন আগে