Ajker Patrika

উড়োজাহাজ ঠেলে সরানোর ঘটনাটি দিল্লির নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৫: ৫৩
উড়োজাহাজ ঠেলে সরানোর ঘটনাটি দিল্লির নয়

ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।

ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটিকে ঘিরে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।

চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।

২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত