ফ্যাক্টচেক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।
ফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।
চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।
সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।
ফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।
চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।
সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।
গত ২৭ এপ্রিল (রোববার) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মায়ানমারের আরাকান রাজ্যবাসীরা স্থানীয় বাঙালিদের ওপর হামলা চালিয়েছে-এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ছ
১৮ ঘণ্টা আগেদীর্ঘক্ষণ পায়ের ওপর পা তুলে বসে থাকলে পায়ের রগ ফুলে যায়, অনেক সময় পা টনটন করে। অনেকে ধারণা করেন, এভাবে পা তুলে বসলে পায়ের শিরা স্থায়ীভাবে ফুলে যায়। আসলেই কি পায়ের ওপর পা তুলে বসলে এমন সমস্যা হয়? চিকিৎসাবিজ্ঞানে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
১ দিন আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী.
৩ দিন আগেচীনের একটি পোশাক কারখানা ইংরেজি ভাষায় ‘বয়কট চায়না’ লেখাসহ ১ লাখ টি-শার্ট এবং ক্যাপ যুক্তরাষ্ট্রে বিক্রি করেছে—এমন দাবিতে একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।
৩ দিন আগে