ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে সম্প্রতি কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত সোমবার (১১ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রায় চার বছর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে বিতর্কিত এই আইন পাস হয়। এরপর সেই আইনে সম্মতিও দেন দেশটির রাষ্ট্রপতি।
এই আইন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি সংখ্যালঘু সাম্প্রদায়ের মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে ভারতে গেছেন, এই আইনে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে আইনে এটা উল্লেখ করা হয়নি যে, এই সময় ভারতে যাওয়া মুসলমানেরা নাগরিকত্ব পাবেন কি না। ফলে আইনটি পাসের পরপরই সমালোচনা শুরু হয়।
সিএএ কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে কিছু এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী সদ্য শপথ নেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথিত টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করছেন, শাহবাজ শরিফের সরকার পাকিস্তানের নিজস্ব সিএএ চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে নির্যাতিত ভারতীয় মুসলমানেরা পাকিস্তানের নাগরিকত্ব চাইতে পারবেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি–ওয়ার্ড অনুসন্ধানে পাকিস্তান সরকারের সিএএ চালুর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে দাবিটির সত্যতা যাচাইয়ে শাহবাজ শরিফের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, তাঁর এক্স অ্যাকাউন্টে সবশেষ গত ১০ মার্চ টুইট করা হয়েছে। টুইটটি ছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মোইজ্জুকে অভিনন্দন জানিয়ে। ১১ মার্চ ভারতের সিএএ ঘোষণার দিন তিনি কোনো টুইট করেননি।
তিনি টুইট করে পরে ডিলিট করে দিতে পারেন—এমন সম্ভাবনা থেকে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুল সোশ্যাল ব্লেড দিয়ে যাচাই করে দেখা হয়। এখানেও দেখা যায়, শাহবাজ শরীফ ১০ মার্চের পর এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি নতুন কোনো টুইট করেননি।
এসব বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয়, পাকিস্তানের নিজস্ব সিএএ চালু করার দাবিতে দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাইরাল টুইটটি বানোয়াট।
প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পরপরই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইন কার্যকরের দিন গত সোমবার সন্ধ্যায় বিক্ষোভ হয় তামিলনাড়ু ও কেরালা রাজ্যে। গতকাল মঙ্গলবার বিক্ষোভ হয়েছে আসামে। এ ছাড়া পশ্চিমবঙ্গেও গতকাল বিক্ষোভের খবর পাওয়া গেছে।
ভারতে সম্প্রতি কার্যকর হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত সোমবার (১১ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রায় চার বছর আগে ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে বিতর্কিত এই আইন পাস হয়। এরপর সেই আইনে সম্মতিও দেন দেশটির রাষ্ট্রপতি।
এই আইন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি সংখ্যালঘু সাম্প্রদায়ের মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে ভারতে গেছেন, এই আইনে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে আইনে এটা উল্লেখ করা হয়নি যে, এই সময় ভারতে যাওয়া মুসলমানেরা নাগরিকত্ব পাবেন কি না। ফলে আইনটি পাসের পরপরই সমালোচনা শুরু হয়।
সিএএ কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে কিছু এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী সদ্য শপথ নেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথিত টুইটের একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করছেন, শাহবাজ শরিফের সরকার পাকিস্তানের নিজস্ব সিএএ চালু করার সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে নির্যাতিত ভারতীয় মুসলমানেরা পাকিস্তানের নাগরিকত্ব চাইতে পারবেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি–ওয়ার্ড অনুসন্ধানে পাকিস্তান সরকারের সিএএ চালুর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে দাবিটির সত্যতা যাচাইয়ে শাহবাজ শরিফের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, তাঁর এক্স অ্যাকাউন্টে সবশেষ গত ১০ মার্চ টুইট করা হয়েছে। টুইটটি ছিল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মোইজ্জুকে অভিনন্দন জানিয়ে। ১১ মার্চ ভারতের সিএএ ঘোষণার দিন তিনি কোনো টুইট করেননি।
তিনি টুইট করে পরে ডিলিট করে দিতে পারেন—এমন সম্ভাবনা থেকে সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স টুল সোশ্যাল ব্লেড দিয়ে যাচাই করে দেখা হয়। এখানেও দেখা যায়, শাহবাজ শরীফ ১০ মার্চের পর এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তিনি নতুন কোনো টুইট করেননি।
এসব বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয়, পাকিস্তানের নিজস্ব সিএএ চালু করার দাবিতে দেশটির নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাইরাল টুইটটি বানোয়াট।
প্রসঙ্গত, ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের পরপরই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আইন কার্যকরের দিন গত সোমবার সন্ধ্যায় বিক্ষোভ হয় তামিলনাড়ু ও কেরালা রাজ্যে। গতকাল মঙ্গলবার বিক্ষোভ হয়েছে আসামে। এ ছাড়া পশ্চিমবঙ্গেও গতকাল বিক্ষোভের খবর পাওয়া গেছে।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫