দুর্নীতি সর্বগ্রাসী ও সর্বত্র
দুর্নীতি মহামারিতে পরিণত হয়েছে, একেবারে রাজধানী থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে সব জায়গায়, সর্বক্ষেত্রে দুর্নীতির ছোঁয়া পড়েছে। দুর্নীতি বন্ধ করার কার্যকর ব্যবস্থা তেমন একটা এখনো দেখা যাচ্ছে না। যে দু-চারটা ঘটনা সমসাময়িক সময়ে লোকসমক্ষে এসেছে, আসল ঘটনার তুলনায় এটা বিন্দুমাত্র।