Ajker Patrika

রেশনের মূল্য বাড়ল পুলিশসহ ১০ সংস্থার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেশনের মূল্য বাড়ল পুলিশসহ ১০ সংস্থার

পুলিশসহ সরকারি ১০টি সংস্থার সদস্যদের দেওয়া রেশনের চাল ও গমের মূল্য ৮ থেকে ৯ গুণ বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। ৩৩ বছর ধরে এসব সংস্থা ১ টাকা ৫০ পয়সা কেজি দরে রেশনের চাল ও ১ টাকা ২০ পয়সায় গম পেত। তবে মূল্যবৃদ্ধির কারণে আজ সোমবার থেকে চাল ১১ টাকা ২০ পয়সা এবং গম ৯ টাকা ২০ পয়সা দামে নিতে হবে।

গত ২৭ জুন অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের উপসচিব নূরউদ্দিন আল ফারুক স্বাক্ষরিত এক পরিপত্রে ১০টি সংস্থার জন্য রেশনের নতুন মূল্য নির্ধারণ করা হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হবে। সংস্থাগুলো হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন (দুদক), কারা অধিদপ্তর, বেসামরিক প্রতিরক্ষা এবং অগ্নিনির্বাপণ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরিপত্রে বলা হয়, চল ও গমের দর প্রতিবছর নির্ধারণ করা হবে। দর নির্ধারণের ক্ষেত্রে, এই দুই পণ্যের প্রতিবছরের অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ দর ধরা হবে। বছরের শুরুতেই এসব পণ্যের অর্থনৈতিক মূল্য এই ১০ সংস্থাকে সরকারের অর্থ বিভাগ থেকে জানিয়ে দেওয়া হবে।

সরকারি এই ১০ সংস্থার সদস্যরা বর্তমানে যে দামে রেশন পান তা নির্ধারিত হয়েছিল ১৯৯১ সালে। অর্থাৎ ৩৩ বছর পর আবার রেশনের চাল ও গমের দর নির্ধারণ করা হলো। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে প্রতি কেজি চালের অর্থনৈতিক মূল্য ৫৬ টাকা ৩৮ পয়সা এবং প্রতি কেজি গমের অর্থনৈতিক মূল্য ৪৬ টাকা ১ পয়সা ধরা হয়েছে। এই দামের ২০ শতাংশ হিসাবে রেশনের চাল ১১ টাকা ২০ পয়সা এবং গম ৯ টাকা ২০ পয়সা কেজি দরে বিক্রি হবে। অর্থাৎ নির্ধারিত এই দামে ৮ থেকে ৯ গুণ বেশি মূল্যে রেশন নিতে হবে এই ১০ সংস্থার সদস্যদের।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আগে এক সদস্যের রেশন উত্তোলন করতে তাঁদের খরচ হতো ২৫ টাকা ৫০ পয়সা। এখন দিতে হবে ২৪৫ টাকা ৭৯ পয়সা। দুই সদস্যের রেশন তুলতে তাঁদের দিতে হতো ৬৮ টাকা ৯৬ পয়সা, তবে এখন দিতে হবে ৪৩৪ টাকা ৩০ পয়সা। তিন সদস্যের রেশন উত্তোলনে খরচ হতো ৯৩ টাকা ৫৪ পয়সা, বর্তমান দর নির্ধারণে তাঁদের গুনতে হবে ৬০০ টাকা ৬৭ পয়সা। চার সদস্যের রেশন উত্তোলনে আগে দিতে হতো ১১৩ টাকা ১৩ পয়সা, তবে বাড়তি দরে দিতে হবে ৭১১ টাকা ৫৫ পয়সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত