Ajker Patrika

হরর থ্রিলার গল্পের স্বল্পদৈর্ঘ্য ‘একটি খোলা জানালা’

হরর থ্রিলার গল্পের স্বল্পদৈর্ঘ্য ‘একটি খোলা জানালা’

আবারও থ্রিলার গল্প নিয়ে আসছেন নির্মাতা ভিকি জাহেদ। তবে নাটক, সিরিজ বা ওয়েবফিল্ম নয়, এবার থ্রিলারের সঙ্গে হরর যুক্ত করে তিনি বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা। নাম ‘একটি খোলা জানালা’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। দুই অভিনেত্রীকেই দেখা যাবে নার্স চরিত্রে। 

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার টিজার ও পোস্টার। একটি পোস্টারে ফারিণকে দেখা গেল নার্সের পোশাকে, হাতে স্টেথোস্কোপ নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আরেক পোস্টারে ইনজেকশনের সিরিঞ্জ হাতে দেখা গেল নাদিয়াকে, মুখে হাসি, চোখে পানি ছলছল করছে। অন্য একটি পোস্টারে দুজনকে পাওয়া গেল একসঙ্গে। ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করছেন ফারিণ আর সিরিঞ্জ হাতে দাঁড়িয়ে নাদিয়া। ২৮ সেকেন্ডের টিজারেও মিলল রহস্যের গন্ধ। রাতে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত, কেউ একজন ইজি চেয়ারে বসে দুলছেন আর হাতের আঙুল নাড়ানোর চেষ্টা করছেন। টিজার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অশরীরী সেই রাতে কী হয়েছিল সবার সঙ্গে?’। 

নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘এটা দেশের বাইরের একটা গল্প। সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রনাট্য তৈরি করা। দুজন নার্সের গল্প। এক রাতে সেই নার্সদের সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা নিয়েই সাজানো হয়েছে চিত্রনাট্য। নারীকেন্দ্রিক গল্পে সব সময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি, এটাও তেমন। ভিন্ন কিছু করার চেষ্টা থেকে এই গল্পটি নিয়ে কাজ করা।’

নির্মাতা জানান, একটি খোলা জানালার দৈর্ঘ্য প্রায় ৫০ মিনিট। জুলাই মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত