ছয় বছর পর নতুনভাবে ফিরছে ‘সিআইডি’
ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘সিআইডি’। টানা ২০ বছর দর্শক ডুবে ছিলেন গোয়েন্দাভিত্তিক এই সিরিজের গল্পে। এসিপি প্রদ্যুমান, ইন্সপেক্টর অভিজিৎ, দয়া, ফেডরিক্স, ডা. শোলাঙ্কিরা একের পর এক খুনের রহস্য উন্মোচন করে দর্শকের মন জয় করেছে।