এক যুগ পর ফালগুনী, সঙ্গে তনিমা
দীর্ঘ এক যুগ পর নাটক নির্মাণ করছেন ফালগুনী হামিদ। ঈদ উপলক্ষে তিনি বানাচ্ছেন ‘আমাতে অস্পষ্ট তুমি’। নাটকটি রচনা করেছেন আখতারুজ্জামান ও ফালগুনী হামিদ। কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফালগুনী হামিদের মেয়ে তনিমা হামিদ। আরও আছেন জাহিদ হাসান, মিলি বাশার, শফিক খান দিলু, আহসান হাবিব নাসিম প্রমুখ। দীপ্ত টি