Ajker Patrika

মাছের ঘেরে গ্যাসক্ষেত্র পরিদর্শনে প্রশাসন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ১৮
মাছের ঘেরে গ্যাসক্ষেত্র পরিদর্শনে প্রশাসন

বাগেরহাটের মোংলায় মৎস্য ঘের থেকে গ্যাস ওঠার স্থান পরিদর্শন করেছে জেলা প্রশাসন। গত সোমবার বিকেলে উপজেলার মিঠাখালী গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা দেলোয়ার শেখের ঘের পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মো. রেজাউল করিম ও জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান।

জেলা এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, ঘটনাস্থলে গ্যাসের অস্তিত্ব আছে। এখন বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন, কত নিচে এবং কী পরিমাণ অর্থাৎ কত কিউসেক গ্যাস রয়েছে। এবং তা লাভজনক হবে কি না, লাভজনক হলে উত্তোলনের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ ছাড়া এ গ্যাসের উদ্‌গিরণের মাত্রা বাড়লে তাতে ঝুঁকিও থাকছে।

অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মো. রেজাউল করিম বলেন, আপাতত খুব বেশি ভয়ের কিছু নেই, তবে যদি উদ্‌গিরণ বাড়লে অবশ্যই ঝুঁকি রয়েছে। তাই উদ্‌গিরণস্থল থেকে রান্নার জন্য যে লাইন টানা হয়েছিল, সেটি বন্ধ রাখতে বলা হয়েছে। কারণ, এ থেকে দুর্ঘটনা ঘটতে পারে।

রেজাউল করিম আরও বলেন, পর্যবেক্ষণে সেখানে গ্যাসের অস্তিত্ব আছে বলে মনে হয়েছে। কারণ, বের হওয়া দাহ্য পদার্থে আগুন জ্বলছে। তাই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিকল্পিতভাবে এ গ্যাসের ব্যবহারের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল মঙ্গলবার সকালে ওই মন্ত্রণালয়ে লিখিত প্রতিবেদনও পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ছয় বছর ধরেই মোংলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার দেলোয়ার শেখের চিংড়িঘের থেকে গ্যাসের উদ্‌গিরণ হচ্ছে। ছয় বছর আগে ঘেরের মালিক ৬০ ফুট গভীরে পাইপ বসালে সেখান থেকে গ্যাস উঠতে থাকে।

তখন তা কম হলেও গত সপ্তাহ থেকে উদ্‌গিরণ বেড়ে গেছে। আগে দু-এক জায়গা থেকে বের হলেও এখন তা ৭-৮ জায়গা থেকে বের হচ্ছে। বেশি পরিমাণ বের হওয়ায় সেখান থেকে লাইন টেনে তা দিয়ে গত বৃহস্পতিবার থেকে রান্না করছেন দেলোয়ার পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত