Ajker Patrika

চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ আজ

জকিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ১৭
চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ আজ

সপ্তমবারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি প্রার্থীদের জন্য জকিগঞ্জে প্রশিক্ষণের আয়োজন করেছে স্পেশাল হেল্প ফর প্রাইমারি জব।

আজ শুক্রবার জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় সকাল ১০টায় শুরু হবে উদ্বোধনী যাচাই ক্লাস। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দুপুর দুটা ও শুক্রবার সকাল ১০টায় ক্লাস শুরু হবে। ক্লাস টেস্ট ছাড়াও সাপ্তাহিক সাবজেক্ট টেস্ট ও মাসিক মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। কলেজ, মাদ্রাসা, হাই স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

‘ তুমিই জিতবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৮ সালে স্পেশাল হেল্পের কার্যক্রম শুরু হয়। অধ্যক্ষ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মুসলেহ উদ্দিন সুহেল, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান শাহান। প্রশিক্ষক থাকবেন প্রভাষক মনোয়ার হোসেন, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক বদরুল আলম, প্রভাষক হাবিবুর রহমান শাহান, শামীম উদ্দিন বিএসসি, কামরুজ্জামান, মাসুদ তরফদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত