Ajker Patrika

বাম বিকল্প গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১১: ৫৮
বাম বিকল্প গড়ার আহ্বান

‘লুটপাট ও সাম্প্রদায়িকতা’র বিরুদ্ধে বাম বিকল্প গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শাহ আলম। গতকাল শুক্রবার সকালে নগরীর চেরাগি পাহাড় চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শাহ আলম বলেন, ‘কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের প্রাণপুরুষ কমরেড মণি সিং, কমরেড ফরহাদ আমাদের দিয়ে গেছেন। এ লাল পতাকাকে আমরা রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাব। আওয়ামী লীগ-বিএনপি দুই জোটের বাইরে বাম-প্রগতিশীল বিকল্প গড়ে তুলব।’

কমিউনিস্ট পার্টি ব্রিটিশ আমল থেকে রাজনীতি করে আসছে উল্লেখ করে এই সিপিবি নেতা বলেন, ‘কমরেডরা ব্রিটিশ তাড়াতে কঠিন লড়াই করেছেন। ওই সময় ব্রিটিশদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে হাজার হাজার কমরেড প্রাণ দিয়েছেন। লাখো কমরেড জেল-জুলুম, হুলিয়ার শিকার হয়েছেন।’

১৯৫২ সালের ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির কমরেডরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বলেও জানান শাহ আলম। বলেন, তাঁরা মহান মুক্তিযুদ্ধেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধে ১৯ হাজার গেরিলা অংশ নিয়েছেন।

এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মো. শাহ আলম। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা।

বক্তব্যে অশোক সাহা বলেন, দেশকে আজ একদিকে লুটেরা, অন্যদিকে মৌলবাদী জঙ্গিবাদী-হার্মাদরা গ্রাস করে নিয়েছে। এখান থেকে উত্তরণ এই আওয়ামী লীগ দিয়ে হবে না, আওয়ামী লীগের জোট দিয়েও হবে না। বিএনপি দিয়ে হবে না, বিএনপি-জামায়াত জোট দিয়েও হবে না।

সিপিবি জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন ও সদস্য মৃণাল চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত