তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ভোটার ও নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৮৬ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, সাতটি ইউনিয়নের ৬৪ টি ভোট কেন্দ্রে ৩৫৮ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রিয়াজ উদ্দিন বলেন, নির্বাচনে কেউ কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জের ১৩ ইউপিতে আজ ভোটগ্রহণ হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ১৩ ইউপিতেই। জাতীয় পার্টির (জাপা) আছে ১১ ইউনিয়নে। এ ছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি, জাসদ একটি ও কৃষক শ্রমিক জনতা একটিসহ চেয়ারম্যান পদে মোট ৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে ২১৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ২৫ হাজার ৬৪৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬০টি। ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয় ইউপিতে মোট ৪৬৬ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন।
এর মধ্যে এক নারীসহ চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১২ ও সাধারণ সদস্য পদে ৩১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৮০ হাজার ৮৩৩ জন। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮১টি। চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নয়জন, জাতীয় পার্টির তিন, জাকের পার্টির এক ও ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে দুজন প্রার্থী লড়ছেন। আর বাকি ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭১ ও সাধারণ সদস্য পদে ২১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাত ইউনিয়নে মোট ৩০৮ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। ৯১টি পদের বিপরীতে। শুধুমাত্র বিনাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কোনো প্রার্থী না থাকায় এ ইউনিয়নে তিনজন প্রার্থী স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬৩টি কেন্দ্রের ৩৪৬টি বুথের জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তার হাতে বুঝে দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৮টি ইউপিতে নির্বাচন উপলক্ষে ৭৪টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। জানা যায়, ৭৪টি ভোটকেন্দ্রে চারজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি র্যাব, পুলিশ বাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬২ জন, সংরক্ষিত নারী পদে ১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ভোটার ও নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো খবর-
ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ৮৬ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, সাতটি ইউনিয়নের ৬৪ টি ভোট কেন্দ্রে ৩৫৮ টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রিয়াজ উদ্দিন বলেন, নির্বাচনে কেউ কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জের ১৩ ইউপিতে আজ ভোটগ্রহণ হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন ১৩ ইউপিতেই। জাতীয় পার্টির (জাপা) আছে ১১ ইউনিয়নে। এ ছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি, জাসদ একটি ও কৃষক শ্রমিক জনতা একটিসহ চেয়ারম্যান পদে মোট ৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদে ২১৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ২৫ হাজার ৬৪৭ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬০টি। ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নবাবগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয় ইউপিতে মোট ৪৬৬ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন।
এর মধ্যে এক নারীসহ চেয়ারম্যান পদে ৪১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১২ ও সাধারণ সদস্য পদে ৩১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৮০ হাজার ৮৩৩ জন। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮১টি। চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নয়জন, জাতীয় পার্টির তিন, জাকের পার্টির এক ও ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে দুজন প্রার্থী লড়ছেন। আর বাকি ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭১ ও সাধারণ সদস্য পদে ২১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাত ইউনিয়নে মোট ৩০৮ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। ৯১টি পদের বিপরীতে। শুধুমাত্র বিনাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কোনো প্রার্থী না থাকায় এ ইউনিয়নে তিনজন প্রার্থী স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬৩টি কেন্দ্রের ৩৪৬টি বুথের জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তার হাতে বুঝে দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৮টি ইউপিতে নির্বাচন উপলক্ষে ৭৪টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। জানা যায়, ৭৪টি ভোটকেন্দ্রে চারজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
পাশাপাশি র্যাব, পুলিশ বাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬২ জন, সংরক্ষিত নারী পদে ১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভোটগ্রহণ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫