Ajker Patrika

কালীগঞ্জে মাটি খুঁড়তে বেরিয়ে এল মর্টারশেল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১৩: ০৭
কালীগঞ্জে মাটি খুঁড়তে বেরিয়ে এল মর্টারশেল

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে পাকিস্তান আমলের একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল বোমাটি নিষ্ক্রিয় করে। দলের নেতৃত্বে ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আরিফুর রহমান। এর আগে বুধবার ওই মাঠে জমি খননের সময় মর্টারশেলটি উঠে আসে।

স্থানীয়দের ধারণা, স্বাধীনতা যুদ্ধের সময় ফেলে যাওয়া মর্টারশেল এটি। জমির মালিক কাদের হোসেন জানান, বুধবার সকালে জমি খননের সময় মর্টারশেলটি উঠে আসে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। গতকাল সেনাবাহিনীর সদস্যরা এসে সেটি নিষ্ক্রিয় করেন।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সজল জানান, বুধবার সকালে ঈশ্বরবা গ্রামের কৃষক কাদের জমি খননের সময় মর্টারশেলটি বেরিয়ে আসে। এরপর পুলিশকে খবর দিলে তারা মর্টারশেলটি উদ্ধার না করে পাহারা দিয়ে রাখে। পরে যশোর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় দল এসে তা নিষ্ক্রিয় করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার না করে পাহারা দিয়ে রাখা হয় এবং সেনাবাহিনীর বোম নিষ্ক্রিয় দল খবর দেওয়া হয়। গতকাল বেলা ২টার দিকে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আরিফুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি নিষ্ক্রিয় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত