Ajker Patrika

‘গোপীনাথপুরে দলীয় কোন্দলে হেরেছে নৌকা’

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ২৮
‘গোপীনাথপুরে দলীয় কোন্দলে হেরেছে নৌকা’

দ্বিতীয় ধাপে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতে নৌকার জয় হলেও একটিতে ভরাডুবি হয়েছে। যোগ্য প্রার্থী না থাকায় এবং দলীয় কোন্দলের কারণেই একটি ইউনিয়নে নৌকার পরাজয় হয়েছে বলে অভিযোগ স্থানীয় নেতা-কর্মীদের।

নৌকা প্রতীক নিয়ে পরাজিত ওই প্রার্থীর নাম আবু সাঈদ জোয়ারদার। তিনি গোপীনাথপুর ইউপিতে শেষ দুবার চেয়ারম্যান ছিলেন।

১১ নভেম্বর ইউপি নির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে ৮ হাজার ৭৩ ভোট পেয়ে জয়ী হন। আর নৌকার প্রার্থী আবু সাঈদ জোয়ারদার পেয়েছিলেন ৭ হাজার ৭২ ভোট।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনের কয়েক মাস আগে থেকে গণসংযোগ ও প্রচার করেছিলেন গোপীনাথপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সাইদুর, আশরাফ আলী এবং আল একরাম হোসেন রুবেল। তবে তফসিল ঘোষণার পর আবু সাঈদ জোয়ারদার আবারও নির্বাচন করার ঘোষণা দেন। তিনি নির্বাচনে অংশ নেবেন, সেটি আগে থেকে জানালে তাঁর বিরুদ্ধে কেউ মাঠে থাকত না বলে জানান স্থানীয় নেতা-কর্মীরা।

গোপীনাথপুর ইউপি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল পেস্তা বলেন, ‘নৌকার পরাজয়ের মূল কারণ হিসেবে আমি মনে করি নির্বাচনের সময় নেতা-কর্মীদের মধ্যে ছিল না কোনো সমন্বয়। নির্বাচনের সময় অনেক নেতাই মাঠে নৌকার পক্ষে কাজ করেননি।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোকছেদ আলী মাস্টার বলেন, গোপীনাথপুর ইউনিয়নের প্রার্থীই ছিল অযোগ্য। তা না হলে নিজ এলাকায় কেউ ফেল করে?

পরাজিত নৌকার প্রার্থী আবু সাঈদ জোয়ারদার বলেন, ‘নির্বাচনে কর্মীদের দোষের কারণেই আমি অল্প ভোটে পরাজিত হয়েছি। কোনো নেতা-কর্মী মন থেকে আমার জন্য ভোটারদের কাছে গিয়ে ভোট চায়নি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসান কবির বলেন, ওই ইউনিয়নের আবু সাঈদ জোয়ারদার চেয়ারম্যান দুই টার্ম ছিলেন। এ কারণে স্থানীয় ভোটাররা পরিবর্তন চেয়েছিলেন। মূলত এলাকায় তাঁর জনপ্রিয়তা কম থাকার কারণেই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত