Ajker Patrika

ডেঙ্গু রোগী বেড়েছে, বেশির ভাগ আক্রান্ত হয় ঢাকায়

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১২: ৫৫
ডেঙ্গু রোগী বেড়েছে, বেশির ভাগ আক্রান্ত হয় ঢাকায়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। ভর্তি হওয়া অধিকাংশ রোগী ঢাকায় আক্রান্ত হয়েছে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালে ৫০ বেডের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ওয়ার্ড চালু করার পরও অনেক রোগীকে বারান্দায় ও মেঝে মশারি টাঙিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।

তবে রোগীর চাপ বাড়লে শয্যাসংখ্যা বাড়ানো হবে জানিয়েছেন হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর হাসপাতাল ভবনের তিনতলায় ডেঙ্গু রোগীদের জন্য ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়।

গতকাল বুধবার বেলা তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ৫২ জন পুরুষ, ১০ নারী ও ২টি শিশু রয়েছে।

মুক্তাগাছার হাসেন আলীর মেয়ে শরীফা আক্তার (২৪)। তিনি রাজধানীর ফার্মগেট এলাকায় থেকে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি বলেন, ‘২২ অক্টোবর শরীরব্যথা, জ্বর, মাথাব্যথা অনুভব করি। সেখানে ২৩ অক্টোবর পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ আসে। পরে সেখান থেকে বাড়িতে এসে ২৩ অক্টোবর এই হাসপাতালে ভর্তি হই। তবে আগের থেকে এখন কিছুটা ভালো আছি।’

মোস্তাফিজুর রহমান জেলার ফুলবাড়িয়া উপজেলার নুর মোহাম্মদের ছেলে। তিনি ঢাকার বাড্ডা এলাকার একটি কোম্পানিতে চাকরি করেন। মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার কাঁপুনি দিয়ে জ্বর ওঠে, সঙ্গে মাথাব্যথা, বমি ও শরীরের চামড়ায় পর্যন্ত ব্যথা অনুভব করি। পরদিন শুক্রবার বাড়িতে নিজের বাড়িতে এসে পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ আসে। পরে এই হাসপাতালে ভর্তি হই।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ৫০ শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। রোগীর চাপ বাড়লেও আমরা কাউকেই ফিরিয়ে দিচ্ছি না। সবাইকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। যে কারণে রোগীকে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শয্যা বাড়ানোর পরিকল্পনা আছে।’ ভর্তি হওয়া অধিকাংশ রোগী ঢাকায় আক্রান্ত বলেও জানান তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের মধ্যে কোনো ডেঙ্গু রোগী নেই। আমরা উড়ন্ত মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করেছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত