Ajker Patrika

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মফিজার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০১
মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মফিজার

পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মফিজার রহমান দিনু মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল রোববার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

চতুর্থ দফা ইউপি নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলায় ১০টি ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আজ সোমবার হলেও প্রত্যাহারের একদিন আগেই দিনু মনোনয়নপত্র প্রত্যাহার করলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের পরে দিনু সংবাদকর্মীদের কাছে প্রত্যাহারের কারণ উল্লেখ্য করে তিনি জানান, বোদা সদর ইউনিয়নের ভোটাররা যেন তাঁকে ভুল না বোঝেন। এ জন্য তিনি সংবাদ কর্মীদের মাধ্যমে তাঁদের প্রতি অনুরোধ করেন। এর আগে তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সমর্থকেরা এবারও তাঁকে প্রার্থী হওয়ার অনুরোধ করেন। ভোটারদের অনুরোধে ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলের পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন।

বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম সরকার মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন প্রত্যাহারের পরপরেই তাঁর চালকল মিলে নৌকা মার্কার প্রার্থী মো. মশিউর রহমান মানিক দোয়া নিতে তাঁর কাছে যান। চতুর্থ দফা ইউপি নির্বাচনে মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বৈধ প্রার্থীর মধ্য থেকে প্রত্যাহারের আগের দিন একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত