Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার ক্যাম্পে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার ক্যাম্পে হামলার অভিযোগ

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘোড়া প্রতীকের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখের বিরুদ্ধে ক্যাম্প ভাঙচুর, কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মোশাররফ মোল্লা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় লিখিত বক্তব্যে মোশাররফ মোল্লা বাচ্চু শেখ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং মজুতকৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

মোশাররফ মোল্লা বলেন, ১৯ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কাজী কসবা গ্রামে আমার নির্বাচনী ক্যাম্পে আমার কর্মী মোহসিন, আব্দুল জব্বার ও আক্তার হোসেনসহ পাঁচ থেকে ছয়জন কর্মীকে হত্যার উদ্দেশ্যে বেদম মারধর করে স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...